Delhi Capitals (Photo Credits: Twitter/ Indian Premier League)

মুম্বই, ১৮ এপ্রিল: আইপিএলে (IPL 2022 করোনার (Corona Virus) হানা। বায়ো বাবলের মধ্যে আইপিএল চললেও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। দিল্লি ক্যাপিটালসের ফিজিও সহ দলের তিনজেনর পর এবার দলের তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শের অ্যান্টিজেন টেস্টের পর কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসে। যদিও পরে RT-PCR টেস্টে মার্শের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। আজ, সোমবার সকালেই জানা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হয়েছেন। এরপর পুরো দলকে আইসোলেশনে পাঠিয়ে সবার হোটেল রুমে গিয়ে করোনা পরীক্ষা শুরু হয়। এরপর জানা যায়, দিল্লি শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

এরপর খবর আসে পন্থের দলের এক বিদেশি ক্রিকেটারের নাকি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। আরও এক সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। এবার আইপিএলের বায়ো বাবল ভেদ করে করোনা ঢুকে পড়ল। গতবার আইপিএল মাঝপথে বন্ধ করে দিতে হয় একের পর এক ক্রিকেটার আক্রান্ত হতে শুরু করায়। আরও পড়ুন: সরাসরি দেখুন আইপিএলে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ

দেখুন টুইট

সব মিলিয়ে দিল্লি শিবিরে এখনও পর্যন্ত চারজনের কোভিড ধরা পড়েছে। এর ফলে আজ, সোমবার পুণেতে যাওয়া হল না ঋষভ পন্থদের। বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে পুণেতে খেলতে নারা কথা দিল্লির। এই ম্যাচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন আছে।

দেখুন টুইট

এদিকে, দিল্লি শিবিরে করোনা হানার পর আইপিএল বন্ধ করার আবেদন জানিয়েছেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। টুইটারে দুপুরের দিকে ট্রেন্ড করতে থাকে, #CancelIPL।