নবি মুম্বই, ২৯ মার্চ: মহেন্দ্র সিং ধোনিদের হারানোর পর এবার কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামিকাল, বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফাফ দু প্লেসি-র নেতৃ্ত্বে খেলা আরসিবি-র বিরুদ্ধে জিততে মরিয়া শ্রেয়স আয়ার ব্রিগেড। ধোনিদের বিরুদ্ধে নিখুঁতের কাছাকাছি ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নেওয়ার পর কলকাতা চাইছে ছন্দ ধরে রাখতে। অন্যদিকে, দুশো প্লাস রান করেও পঞ্জাবের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে কলকাতা ম্যাচকে পাখির চোখ করছে বেঙ্গালুরু।
দুই দলের এই ম্যাচ মূলত আরসিবি-র ব্যাটিংয়ের সঙ্গে কেকেআর-এর বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত। মায়াঙ্ক আগরওয়ালের মত আরসিবি-র বোলিং একেবারে খারাপ হয়, শাহরুখের দল চাইছে সেটাকে কাজে লাগাতে। কলকাতার কাছে প্লাস পয়েন্ট উমেশ যাদবের ফর্ম। বিগত বেশ কয়েক বছর কলকাতা ভুগিয়েছে তাদের পেস আক্রমণ।য এবার শুরুটা কিন্তু একেবারে অন্যরকম হল। আরও পড়ুন: ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তানে করোনা রিপোর্ট পজেটিভ অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার-এর, ছিটকে গেলেন ওয়ানডে সিরিজ থেকে
কলকাতা নাইট রাইডার্স-এর সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, টিম সাউদি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শেফানে , দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশ দীপ, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ।
মুখোমুখি সাক্ষাত
আইপিএলে দুই দল ২৯ বার মুখোমুখি হয়েছে। কেকেআর জিতেছে ১৬টি-তে, আর বেঙ্গালুরু জেতে ১৩টি ম্যাচে।
কাদের দিকে তাকিয়ে দুই দল
কেকেআর- ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন।
আরসিবি- ফাফ দু প্লেসি, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ।
কাদের এগিয়ে রাখতে হচ্ছে
টি টোয়েন্টিতে ফেভারিট বলে কিছু হয় না। তবু যদি বাছতে হয় দলগত ভারসাম্যের কারণে সামান্য হলেও কেকেআর এগিয়ে। খাতায় কলমে আরসিবি-র ব্যাটিং কেকেআর-এর থেকে শক্তিশালী ঠিকই, কিন্তু ম্যাচ বের করে আনার ক্ষমতায় কলকাতা এগিয়ে। আবার বোলিংয়ে কলকাতার ভারসাম্য অবশ্যই আরসিবি-র চেয়ে এগিয়ে। তবে ফাফ দু প্লেসি, আর বিরাট কোহলি যে কোনও দিন সব হিসেব উল্টে দিতে পারেন। আন্দ্রে রাসেল, শ্রেয়স আয়ার, সুনীল নারিনকে নিয়েও তেমনটা বলাই যায়।
মুখরোচক দ্বৈরথ
কেকেআর পেসার উমেশ যাদব বনাম আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। বিরাট কোহলি বনাম সুনীল নারিন। আন্দ্রে রাসেল বনাম মহম্মদ সিরাজ কিংবা বরুণ চক্রবর্তী-হাসারাঙ্গা দ্বৈরথটা জমে যেতে পারে।
বিশেষ নজরে
কেকেআর-কে গত তিনটি মরসুমে নেতৃত্ব দেওয়া দীনেশ কার্তিক এবার খেলছেন আরসিবি। তাই কার্তিক বনাম কলকাতা লড়াইটা জমে যাবে। বিরাট কোহলি কত রান করেন সেটাও দেখার।
টিভিতে ও অনলাইনে কোথায় দেখা যাবে এই ম্যাচ
৩০ মার্চ, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। অনলাইন স্ট্রিমিং বা ওটিটি-র মাধ্যমে দেখতে হলে ডিজনি+হটস্টার-এ অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করতে হবে।