'ভালবাসার' জয় (ছবিঃAFP)

নয়াদিল্লিঃ ভারতকে বিশ্বকাপ উপহার দিয়ে টি-২০ থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টানা ১১ বছর পর তাঁর হাত ধরেই বিশ্বকাপ (ICC T20 World Cup)এসেছে ভারতে (India)। সাত মাস আগে, গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও তীরে এসে তরী ডুবেছিল। অস্ট্রেলিয়ার কাছে হেরে হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। মাঝে কেটে গিয়েছে সাত-সাতটা মাস। কম বিতর্ক, কটাক্ষের শিকার হতে হয়নি ক্যাপ্টেন রোহির শর্মাকে। এরই মাঝে রোহিতের আইপিএল (IPL) কেরিয়ারে এসেছে বড় পরিবর্তন। রাতারাতি মুম্বইয়ের মসনদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সে নিয়েও কম ঝড় ওঠেনি। তবে সবসময়ের মতোই শান্ত ছিলেন রোহিত। আর তাঁকে সবসময় আস্থা জুগিয়েছেন যিনি, তিনি আর কেউ নন তাঁর স্ত্রী ঋতিকা সাজদে ( Ritika Sajdeh)। তাঁকে রোহিতের ছায়াসঙ্গী বললেও ভুল হবে না। জীবনের চড়াই উতরাইতে রোহিতের হাত শক্ত করে ধরে রেখেছিলেন ঋতিকা। আর তাই স্ত্রী ঋতিকার বুকে মাথা রেখেই সাফল্যের খুশি ভাগ করে নিলেন হিটম্যান। চোখের জল ধরে রাখতে পারলেন না ঋতিকা। জাপটে ধরলেন রোহিতকে। । 'ভালবাসার' জয় বলে কথা, আনন্দ কী আর বাঁধ মানে! অনেকসময় সাফল্যের কান্নার মাঝেই লুকিয়ে থাকে এতদিনের না পাওরার দুঃখ। এ দিন রোহিত-ঋতিকার চোখেও যেন লেগেছিল সেই সাফল্যের কান্না, যার অর্থ গভীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত-ঋতিকার এই আবেগঘন মুহূর্তের ছবি। এই ছবি দেখে কেউ-কেউ বলছেন, "জীবনে চলার পথে ঋতিকার মতো একটা কাঁধের বড় প্রয়োজন। যার কাঁধে ভর দিয়ে জীবনের সব ইনিংসে হাসিমুখে জেতা যায়।"

দেখুন সেই ভাইরাল ছবি