Rohan Bopanna Retires: ভারতীয় টেনিসের দীর্ঘকালীন তারকা রোহান বোপান্না (Rohan Bopanna) আজ, শনিবার (১ নভেম্বর) পেশাদার টেনিস থেকে অবসর নিলেন। এর মাধ্যমে দুই দশকেরও বেশি সময়ের একটি অসাধারণ কেরিয়ারের সমাপ্তি ঘটালেন তিনি। ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচিত বোপন্না ডাবলস ও মিক্সড ডাবলসে নিজের সেরাটা দিয়েছেন। ৪৫ বছর বয়সী এই তারকা ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস শিরোপা জিতেছিলেন গ্যাব্রিয়েলা ড্যাব্রোস্কির সঙ্গে। এছাড়া তিনি দেশকে অসংখ্য ডেভিস কাপ ম্যাচে এবং অলিম্পিক গেমসে গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করেন। ২০২৪ সালে রোহন অস্ট্রেলিয়ান ওপেন মেনস ডাবলস শিরোপা জেতেন এবং ৪৩ বছর বয়সে বিশ্বের এক নম্বর হন। এর আগে তিনি আরও চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছেছেন। Rohan Bopanna: ৪৫ বছর বয়সে এটিপি মাস্টার্সে ম্যাচ জিতে বিশ্বরেকর্ড বোপান্নার
রোহন তাঁর শেষ প্রতিযোগিতায় হিসেবে প্যারিস মাস্টার্স ১০০০ (Paris Masters 1000)-এ অংশগ্রহণ করেন। সেখানে তিনি অ্যালেকজান্ডার বুবলিকের (Alexander Bublik) সঙ্গে জুটি বাঁধেন। এই জুটি জন পিয়ার্স এবং জেমস ট্রেসির কাছে ৫-৭, ৬-২, ১০-৮ ব্যবধানে হেরে ৩২ রাউন্ডে বিদায় নেন।
অবসরের ঘোষণা করে রোহন বোপান্নার পোস্ট
❤️❤️❤️ pic.twitter.com/IS3scPrwhW
— Rohan Bopanna (@rohanbopanna) November 1, 2025
কি লিখেছেন রোহন বোপান্না?
রোহন বোপান্না তার পোস্টে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। তিনি তার ভারতের কুর্গের একটি ছোট শহর থেকে যাত্রা শুরু করে ২০ বছরের ট্যুরের কথা বলেছেন। ছোটবেলায় কফি বাগানের মধ্য দিয়ে দৌড়ানো ছেড়ে কীভাবে টেনিস কোর্টে স্বপ্নের পেছন ধাওয়া করেন সেই সব কথা উল্লেখ করেছেন। নিজের বিশ্বের সবচেয়ে বড় অ্যারিনার দাঁড়ানোর অবাস্তব স্বপ্নের কথা বলেছেন। তার কোর্টে পা রাখার অভিজ্ঞতার এবং ত্যাগের কথা বলে তিনি তার বাবা মা, স্ত্রী, বোন রশমি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি তার প্রত্যেক কোচ, পার্টনার, প্রশিক্ষক, ফিজিও, দল এবং বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছেন। সবশেষে ভারতকে প্রতিনিধিত্ব করা তার জীবনের সর্বোচ্চ সম্মান সে কথা স্বীকার করে দেশকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে সুযোগ দেওয়ার জন্য।