Rajeev Shukla. (Photo Credits:X)

Rajeev Shukla: বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)-কে বিসিসিআই প্রেসিডেন্টর (BCCI President) পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। বিনির পরবর্তী বিসিসিআইয়ের অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আনা হয়েছে রাজীব শুক্লা-কে। এমন জল্পনা ক্রমশ সত্য়ি হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শুক্লা পাঁচ বছর ধরে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তিনি ভারপ্রাপ্ত বোর্ড সভাপতি হচ্ছেন। আগামী ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট বাছা পর্যন্ত রাজীব শুক্লা-ই দায়িত্বে থাকবেন বলে শোনা যাচ্ছে। ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় রজার বিনি-কে নিয়ম মেনেই বোর্ড সভাপতির দায়িত্ব ছাড়তে হয়।

বোর্ডের সভা পরিচালনা করলেন রাজীব শুক্লা

এদিন BCCI-র অ্যাপেক্স কাউন্সিল বৈঠক পরিচালন করলেন রাজীব শুক্লা। বলা হচ্ছে, এখানেই স্পষ্ট ইঙ্গিত বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি থাকছেন শুক্লা।  যে শুক্লা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হলেও, বিজেপি আমলেও বহাল তবিয়তে ক্ষমতায় রয়েছেন। অনেকেই মজা করে বলেন, বিসিসিআই বদলে যাবে, কিন্তু ঠিক ক্ষমতায় থেকে যাবেন শুক্লা। এদিন রাজীব শুক্লার নেতৃত্বে বোর্ডের শীর্ষ কর্তাদের বৈঠকে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা ও বাস্তবায়ন হল।

 শুক্লা বোর্ড সভাপতি?

বিসিসিআইয়ে শুক্লা পক্ষ

২০০৫ সাল থেকে ২০১২ পর্যন্ত বিসিসিআইয়ের সহ সভাপতি ছিলেন শুক্লা। যেটা ছিল তাঁর প্রথম দফা। ২০১১ সাল থেকে টানা ৬ বছর আইপিএলের চেয়ারম্য়ানের দায়িত্ব ছিলেন রাজীব শুক্লা। এরপর দ্বিতীয় দফায় ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন তিনি।