Mohammad Rizwan. (Photo Credits: Twitter)

দুবাই, ২৩ জানুয়ারি: আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বর্ষসেরার পুরস্কার পেলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপ সহ ২০২১ সালে ধারাবাহিকভাবে দুরন্ত খেলে কুড়ির ক্রিকেটে আইসিসি-র প্রথম বর্ষসেরার পুরস্কারটা পেলেন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান-ওপেনার। ইংল্যান্ডের তারকা উইকেটকিপার জোস বাটলার, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ, শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পিছনে ফেলে আইসিসি-র বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার হলেন রিজওয়ান।

যে রিজওয়ান গত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়েছিলেন। পাকিস্তান সেই ম্যাচে জিতেছিল ১০ উইকেটে।

দেখুন টুইট

সেই ম্যাচে ওপেন করতে নেমে রিজওয়ান ভারতের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৭৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। পাশাপাশি গত বছর লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি-তে সেঞ্চুরিও করেছিলেন রিজওয়ান। পাকিস্তানে আইসিসি ট্রফি জেতানো প্রাক্তন উইকেটকিপার-অধিনায়ক সরফরাজ আহমেদের জায়গায় দলে এসে চমকে দিয়েছেন রিজওয়ান। অন্যদিকে, মহিলাদের ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার হলেন টাম্মি বিউয়ামন্ট।