
গত বছর বক্সিং ডে টেস্টে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়ায় ঋষভ পন্থ (Rishabh Pant)-এর কড়া সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। খারাপ শট খেলে আউট হওয়া পন্থ-কে কমেন্ট্রি বক্সে বসে ক্ষোভে ফেটে পড়ে বারবার তাঁকে 'ইডিয়ট, ইডিয়ট, ইডিয়ট' বলে কটাক্ষ করতে থাকেন গাভাসকর। যা নিয়ে সেই সময় বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।
গাভাসকর পন্থকে বলেছিলেন ইডিয়ট, ইডিয়ট, ইডিয়ট
এবার গাভাসকরকে 'ইডিয়ট, ইডিয়ট, ইডিয়ট' বললেন পন্থ। গাভাসকরকে নকল করে এক ভিডিয়োয় 'ইডিয়ট' কটাক্ষ ফিরিয়ে দেন পন্থ। তবে বাস্তবে নয়। পন্থ এমনটা করলেন গো আইবিবো-র বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনে দেখানো হল, গাভাসকর হোটেলের বুকিং করতে রিসেপশনিস্টকে প্রশ্ন করছেন। যা শুনে, পন্থ ক্ষুব্ধ হয়ে গাভাসকর তিনবার ইডিয়ট বলে কটাক্ষ করছেন।
বিজ্ঞাপনে কী দেখানো হল
পন্থের পাশে অনেকটা হর্ষা ভোগলের মত দেখতে এক ব্যক্তি বসে আছেন। ঠিক যেমনটা হয়েছিল গত বছর ডিসেম্বরে এমসিজি-র কমেন্ট্রি বক্সে, প্রথম ইনিংসে পন্থের আউটের পর ক্ষুব্ধ হয়ে গাভাসকর তিনবার ইডিয়ট বলে কটাক্ষ করতে থাকেন। তখন গাভাসকরের পাশে বসেছিলেন হর্ষা ভোগলে। এই বিজ্ঞাপনের একেবারে শেষে পন্থকে জড়িয়ে ধরেন গাভাসকর।
দেখুন গাভাসকর ও পন্থের সেই বিজ্ঞাপন
No one can matches his AURA +100000 #RISHABHPANT #RP17 pic.twitter.com/cJnA3XREGq
— RP17 Fanᵀᵉˡᵘᵍᵘ (@TeluguRP17Fan) March 18, 2025
ভিডিয়ো শেয়ার করলেন পন্থ
সেই বিজ্ঞাপনের ভিডিয়ো নিজের এক্স প্ল্যাটফর্মে শেয়ার করে পন্থ লিখলেন, সুনীল গাভাসকরের সঙ্গে ব্যাটিং করার সৌভাগ্য হয়নি, কিন্তু অভিনয় করার সুযোগ পাওয়া গেল।"