
RCB বনাম LSG: রেকর্ড ২৭ কোটি টাকার দরটা একেবারে শেষ ম্য়াচে এসে 'ঠিক ছিল' বলে প্রমাণ করলেন লখনৌ সুপার জায়েন্টস-এর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। মঙ্গলবার একানা স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে ৬১ বলে ১১৮ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেললেন পন্থ। মারলেন ৮টি ওভার বাউন্ডারি, ১১টি বাউন্ডারি। পন্থ ঝড়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে লখনৌ করল ২২৭ রান। আইপিএলের ইতিহাসে পন্থের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৮ আইপিএলে পন্থ সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
সাত বছর পর আইপিএলে সেঞ্চুরি করলেন পন্থ
প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ানে উঠতে হলে এবার কোহলিদের করতে হবে ২২৮ রান। এবারের আইপিএলের প্রথম ১২টি ম্য়াচে পন্থ মাত্র ১৩৫ রান করেছিলেন। ওস্তাদের মার শেষ রাতের স্লোগানটা সত্য়ি করে এদিন সেঞ্চুরি করে বসলেন গোয়েঙ্কার সবচেয়ে দামী অধিনায়ক। যদিও এই ম্য়াচটা লখনৌয়ের কাছে একেবারেই গুরুত্বহীন। আইপিএলে সাত বছর পর সেঞ্চুরি হাঁকালেন দিল্লির ২৭ বছরের উইকেটকিপার-ব্যাটার।
এদিন ৫৪ বলে সেঞ্চুরি করেন পন্থ
পুরো আইপিএলটা খারাপ খেলে, লখনৌয়ের কাছে একেবারে গুরুত্বহীন ও শেষ ম্যাচে বিরাট কোহলি আরসিবি-র বিরুদ্ধে ৫৪ বলে সেঞ্চুরি করলেন পন্থ। ওপেনার ম্যাথু ব্রেটজকের আউটের পর তিন নম্বরে ব্য়াট করতে নেমে শুরু থেকে ঝ়ড় তোলেন পন্থ। আজ থেকে তিনি বড় কিছু একটা করে দেকাতে চান তা পন্থের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল। অজি ওপেনার মিচেল মার্শও অন্য প্রান্তে দারুণ খেলছিলেন। গত ম্য়াচের সেঞ্চুরিয়ান মিচেল মার্শ এদিন ৩৭ বলে ৬৭ রানে আউট হন।
পন্থের সেঞ্চুরি সেলিব্রেশন
Special centurion with a special celebration 🥳
Rate this on a scale of 1️⃣ to 🔟 👇
Updates ▶ https://t.co/h5KnqyuYZE #TATAIPL | #LSGvRCB | @RishabhPant17 pic.twitter.com/d55Ez2rNcN
— IndianPremierLeague (@IPL) May 27, 2025
প্রথম ১২টা ম্য়াচে করেছিলেন মাত্র ১৩৫ রান
এবারের আইপিএলের প্রথম ১২টি ম্য়াচে পন্থ মাত্র ১৩৫ রান করেছিলেন। গড় ছিল মাত্র ১২.২৭। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংসটা ছাড়া পন্থ একেবারে খারাপ খেলছিলেন। দুবার শূন্য রানেও আউট হয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলের অধিনায়ক।