ধোনির বড় রেকর্ড ভেঙে দিলেন পন্থ, জানেন কী রেকর্ড!
ঋষভ পন্থের দারুণ ব্যাটিং। (Photo Credits: Getty)

গায়না, ৭ অগাস্ট:  Rishabh Pant Breaks MS Dhoni's Record-টি টোয়েন্টি-তে একেবারে বাদশা বলা চলে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে (IPL) সাফল্যের শেষ কথা মাহি (Mahi)। সেই ধোনির টি টোয়েন্টি ক্রিকেটে একটা বড় রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ। মঙ্গলবার রাতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাট করলেন পন্থ।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারে খারাপ করেন পন্থ। শূন্য রানে আউট হন, কিপিংয়েও আহামরি কিছু করতে পারেননি। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও কিছু করতে পারেননি দিল্লির তারকা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে গতকাল তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে পন্থ করেন ৪২ বলে অপরাজিত ৬৫ রান। দলকে জিতিয়ে ফেরেন পন্থ। আর ভাঙেন ধোনির রেকর্ড। আরও পড়ুন-সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং BCCI-র উপর খুব রেগে গিয়েছেন, কেন জানেন

আন্তর্জাতিক টি টোয়ন্টি ক্রিকেটে দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের ধোনির রেকর্ডটা ভাঙলেন পন্থ। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি ৫৬ রান করেছিলেন। এতদিন সেটাই ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় উইকেটকিপারের এক ইনিংসে সর্বাধিক রান। গতকাল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংস খেলে সেই রেকর্ডটাই ভাঙলেন পন্থ।