শুক্রবার ভোরে দিল্লি থেকে দেহরাদূনে নিজের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলে দেশে ফিরেছিলেন তিনি। এই মুহুর্তে গুরুতর আহত অবস্থায় দেহরাদূনের (Dehradun) ম্যাক্স হাসপাতালে (Max Hospital) চিকিৎসাধীন ঋষভ।চিকিৎসকরা জানিয়েছেন, ঋষভের পরিস্থিতি এখন স্থিতিশীল।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি দলের প্রতিনিধিত্ব করেন ঋষভ পন্থ। তাই দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) একটি দল তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য আজ দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে যাচ্ছে। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধিকর্তা শ্যাম শর্মা জানান- স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনে আমরা তাকে দিল্লিতে স্থানান্তর করব, এবং তাঁর সম্ভাবনা বেশি। দরকারে প্লাস্টিক সার্জারির জন্য এয়ার লিফট করেও তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যেতে পারে।
Rishabh Pant accident | A team of Delhi & District Cricket Association (DDCA) is going to Max Hospital Dehradun to monitor his health, if required we'll shift him to Delhi & chances are high that we'll airlift him to Delhi for plastic surgery: Shyam Sharma, Director DDCA to ANI pic.twitter.com/85Z3MxuMeu
— ANI (@ANI) December 31, 2022
Delhi & District Cricket Association, DDCA, Max Hospital Dehradun