Rinku Singh: কলকাতার সংসার ছেড়ে আইপিএলে হৃদয় জিতে আলিগড়ে বাড়িতে ফিরলেন রিঙ্কু সিং
Rinku Singh. (Photo Credits: Twitter)

আইপিএলে হৃদয় জিতে উত্তরপ্রদেশের আলিগড়ে নিজের বাড়িতে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। এবারের আইপিএলে নাইটরা লিগ পর্যায় থেকে খারাপ খেলে বিদায় নেয়। কিন্তু কেকেআর-এর রিঙ্কু ফিনিশার হিসেবে শ্রেষ্ঠত্বের অঘোষিত শিরোপা হয়েছেন। রিঙ্কু এখন আর কোনও ব্যাটার নন, বরং টি-২০ ক্রিকেটে অবিশ্বাস্যর প্রতিশব্দ। রিঙ্কুকে বীরের মর্যাদায় স্বাগত জানাল তাঁর গ্রাম। রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং এখনও গ্যাস ডেলিভারি করেন।

আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে কলকাতাকে জেতানো রিঙ্কু এখন আইপিএলে অসাধ্যসাধনের অপর নাম হয়ে উঠেছেন। এখন রান তাড়া করতে গিয়ে সেটা ধরাছোঁয়ার বাইরে চলে গেলে, ধারাভাষ্যকাররা বলছেন, এখান থেকে রিঙ্কুও জেতাতে পারবেন না। আরও পড়ুন-রেকর্ড গড়ল জিও সিনেমা! শুভমনের শতকের দর্শক ২.৫৭ কোটি

এমনই কাজ করে বসেছেন তিনি। শুধু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলাই নয়, এবার আইপিএল জুড়ে অসাধারণ খেলেছেন রিঙ্কু। মাত্র ৫৫ লক্ষ টাকায় কেকেআর-এর হয়ে খেলা রিঙ্কু এবার আইপিএলে ৬৭ ব্যাটিং গড়, ১৫০ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান করেছেন।

দেখুন রিঙ্কুর ঘরে ফেরার ভিডিয়ো

অথচ অনেকেই তাঁর দলে থাকা নিয়ে কম কটাক্ষ করেননি। এবার আইপিএলে ফিনিশারের ভূমিকায় সফল রিঙ্কুকে দেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে। আফগানিস্তান সফরে ভারতীয় দলে তাঁর নাম বিবেচিত হওয়ার সম্ভাবনা। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে নিয়েছিল। কিন্তু এবার নিলামে তার চেয়ে কম দামে রিঙ্কুকে দলে নেয় নাইটরা।