Richa Ghosh. (Photo Credits: ICC)

IND W vs PAK W: শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Women's Cricket World Cup 2025) আরও একবার মুখথুবড়ে পড়ল ভারতের (India Women's Cricket Team) তারকাখচিত ব্যাটিং। তবে শেষের দিকে বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ ভাল খেলে দলের রানকে ২৪৭-এ পৌঁছে দিলেন। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারতীয় মহিলা দল, সেখান থেকে বাংলার রিচা ঘোষ (২০ বলে ৩৫ অপরাজিত) দলকে উদ্ধার করেন। প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করল ২৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেন হরলিন দেওল (৪৬)। কলম্বোয় রাউন্ড রবীন লিগে তাদের দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে পাকিস্তান মহিলা দলকে জিততে হলে এবার করতে হবে ২৪৮ রান। দারুণ বল করলেন অভিজ্ঞ পাক পেসার দিয়ানা বেগ ও অধিনায়িকা ফতিমা সানা। পাকিস্তানের হয়ে ক্রিকেট ও ফুটবল দুটিরই জাতীয় দলে খেলা বেগ ৬৯ রান ৪ উইকেট নেন। সাদিয়া ইকবাল ও ফতিমা সানা দুটি করে উইকেট নেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। এবার কি পারবেন ফতিমারা? ফতিমা সানাদের বোলিং ভাল হলেও, ব্য়াটিং তেমন একটা ভাল নয়, তাই শেষ পর্যন্ত ২৪৭ রানটা যথেষ্ট হতে পারে।

সেট হয়ে উইকেট ছুড়ে এসেই বিপত্তি

এদিন কলম্বোয় ভারতের তারকা ব্যাটাররা সেট হয়ে আউট হয়ে যাওয়াতেই চলতি বিশ্বকাপে আরও একবার ভারতীয় ব্য়াটিংকে নড়বড়ে দেখাল। গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল মাত্র ১২৪ রানে ৬ উইকেট হারিয়েছিল। যদিও শেষ পর্যন্ত দীপ্তি শর্মা ও আমনজোত কৌর সপ্তম উইকেটে ১০৩ রানের পার্টনারশিপ করে দলকে উদ্ধার করেন। ভারত সেই ম্য়াচে ২৬৯ রান করার পর শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছিল।

যেভাবে আউট হলেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর

মাঠে কীটপতঙ্গ ঢোকায় বন্ধ হয় খেলা

এদিন কলম্বোয় মহারণে স্মৃতি মন্ধনা (২৩) থেকে হরলিন দেওল (৪৬), জেমাইমা রডরিগেজ (৩২)-রা সেট হয়ে উইকেট ছুড়ে আসেন। শ্রীলঙ্কা ম্য়াচের পর ফের ব্য়াট হাতে হতাশ করলেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর (৩৪ বলে ১৯)। একটা সময় মনে হচ্ছিল ভারতের রান ২১০-২১৫-র মধ্যে আটকে যতে পারে। কিন্তু শিলিগুড়ির মেয়ে রিচার শেষের দিকে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সৌজন্য়ে লড়াই করার মত রান করে টিম ইন্ডিয়া। এদিন কলম্বোয় মহারণে ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারের মাঝখানে কীটপতঙ্গের অত্য়াচারে খেলা বন্ধ করে দিতে হয়। ম্য়াচের মাঝপথে মাঠ ছাড়েন ভারতের দুই ব্যাটার জেমাইমা রডরিগজ ও দীপ্তি শর্মা। প্রথমে কীটপতঙ্গ নাশক স্প্রে ব্যবহার করেছিলেন পাকিস্তান অধিনায়াক ফতিমা সানা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় পেস্ট কন্ট্রোলের কর্মীরা মাঠে ঢুকে খেলার উপযোগী পরিস্থিতি তৈরি করেন।