টি-২০ বিশ্বকাপ ২০২৩-র টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করা হল। আইসিসি- বেছে নেওয়া ২০২৩ মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য় টুর্নামেন্টের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে থাকলেন বাংলার উইকেটকিপার-ব্য়াটার রিচা ঘোষ। সেমিফাইনালে উঠলেও স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরের মত তারকা ভারতীয় ক্রিকেটাররা এই সেরা দলে জায়গা পেলেন না। গ্রুপের ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ১৯ বছরের রিচা। পাকিস্তানের বিরুদ্ধে জেমাইমা রডরিগেজ (৫৩ অপরাজিত)-কে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রিচা (২০ বলে ৩১ অপরাজিত)। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে দলকে জিতিয়ে এনেছিলেন তিনি।
গোটা বিশ্বকাপে পাঁচটা ইনিংস খেলে শিলিগুড়ির রিচা মাত্র দু বার আউট হন। টি-২০ বিশ্বকাপ ২০২৩-এ মোট ১৩৬ রান করেন তিনি। ক মাস আগে মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। মহিলাদের আইপিএলে ১ কোটি ৯০ লক্ষ টাকায় রিচাকে কেনে আরসিবি।
ঘোষিত দলে অস্ট্রেলিয়ার তিনজন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুইজন করে, এবং একজন ভারতীয় ও ক্যারিবিয়ান ক্রিকেটার আছেন।
দেখুন দল কেমন হল
Richa Ghosh has been shortlisted in the ICC Women's T20 World Cup 2023 Player of the Tournament list.
Shortlisted players #T20WorldCup
🏴 Nat Sciver
🏴 Ecclestone
🇦🇺 Lanning
🇦🇺 Healy
🇮🇳 Richa
🏝️ Hayley Matthews
🇦🇺 A Gardner
🇿🇦 Wolvaardt
🇿🇦 Tazmin Brits
— Shibashis Chatterjee (@Iamshibashis) February 25, 2023
মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩-এ সেরা দল-
ন্যাট স্কিভার (ইংল্যান্ড), একলেস্টোন (ইংল্যান্ড), মেগ লাননিং (অস্ট্রেলিয়া), আলিসা হেইলি (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), হ্যালি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), লৌরা ওলভারদাত (দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)।