Shreyas Iyer. (Photo Credits: Twitter)

কানপুর টেস্টে (Kanpur Test) অনেকটা তীরে এসে তরী ডোবার মতো অবস্থা হলো টিম ইন্ডিয়ার (Team India)। ম্যাচের হাল ৫০-৫০ থেকে একেবারে নিজেদের দিকে নিয়ে চলে এসেছিল ভারতীয় টিম। কিন্তু ৯ উইকেট পড়ে গেলেও আর ১ উইকেট ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। সৌজন্যে ইজাজ পাটেল আর রচিন বরীন্দ্রর মাটি কামড়ে পড়ে থাকা ইনিংস। ৯ উইকেট পড়ে যাওয়ার পর ৫২ বল খেলা হয়েছিল। কানপুরের পিচে এতগুলো বলে টিকে থাকা অসম্ভব ছিল ভারতীয় স্পিন ত্রয়ীর অ্যাটাকে। কিন্তু সেই কঠিন কাজটাই করল দুই কিউই বোলার (New Zealand Bowler)। অবশেষে ভারতের থেকে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের প্রথম টেস্ট ড্র করল কেন উইলিয়ামসনের দল।

আর কানপুরে ভারত-নিউজিল্যান্ডের এই টানটান উত্তেজনা ম্যাচে তৈরি হলো বেশ কিছু রেকর্ড। যা ক্রিকেট ইতিহাসে সযত্নে লেখা থাকবে। আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় চলছেই, চট্টগ্রাম টেস্টে পাকিস্তান জিতল ৮ উইকেটে

সেই রেকর্ডগলো কী কী এক নজরে দেখে নেওয়া যাক-

১) টেস্ট ক্রিকেটে ৪১৯ উইকেটের মালিক হলেন রবিচন্দন অশ্বিন। টপকালেন হরভজন সিংয়ের ৪১৭ উইকেটের রেকর্ড। ভারতীয়দের মধ্যে অশ্বিনের সামনে শুধু কপিল দেব (৪৩৪) আর অনিল কুম্বলে (৬১৯)।

২) ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই এক টেস্টের দুটো ইনিংসে হাফ সেঞ্চুরি টম লাথামের। এর আগে নিউজিল্যান্ড ব্যাটার হিসেবে ১৮ বছর আগে এই রেকর্ড ছিলো নাথান অ্যাস্টেল ও ক্রেগ ম্যাকমিলানের।

৩) টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনের (৫৮)। টপকালের বিষেণ সিং বেদীর রেকর্ড (৫৭))।

৪) ১১ বছর পর ভারতের মাটিতে টেস্ট ড্র করল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

৫) শ্রেয়াস আইয়ার প্রথম ভারতীয় যে ডেবিউ টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছেন।