
ইডেনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয়ে গেল উদ্বোধনী ম্যাচ। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে টসে জিতে আজিঙ্কা রাহানের দলকে শুরুতে ব্যাট করতে পাঠালেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। পেস, ও স্পিন দুই ধরনের বোলারদের পক্ষেই ইডেনের পিচ সহায়ক হলেও ব্যাটারদের পছন্দের উইকেটে ইনিংস ২০০ রান হতে পারে বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।
কেকেআর তাদের প্রথম ম্যাচে চার বিদেশী হলেন- সুনীল নারিন (ক্যারিবিয়ান স্পিনার অলরাউন্ডার), আন্দ্রে রাসেল (ক্যারিবিয়ান পেসার অলরাউন্ডার), কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ওপেনার) ও স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়ান পেসার)। মিডল অর্ডারে অঙ্গকৃশ রঘুবংশী,রিঙ্কু সিং ও রমনদীপ সিংয়ের ওপর আস্থা রাখা হয়েছে। পেসার হিসেবে জনসনের সঙ্গে আছেন হর্ষিত রান। দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। আরসিবি তাদের প্রথম একাদশে রাখেনি তারকা পেসার ভূবনেশ্বর কুমারকে। আরসিবি-র তুরুপের তাস হতে পারেন টিম ডেভিড।
কেকেআর-এর প্রথম একাদশ-
ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক (উইকেটকিপার), আজিঙ্কা রাহানে (অধিনায়ক),অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেনার জনসন।
আরসিবি-র প্রথম একাদশ-
বিরাট কোহলি,ফিল সল্ট (উইকেটকিপার), রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রাসিখ দার, সুয়েশ শর্মা, জোশ হ্যাজেলউ়ড, যশ দয়াল।