RCB Skipper Rajat Patidar Fined For Slow Over-Rate:: হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ১২ রানের জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে আরসিবি শিবিরে। তবে জয়ের মাঝে জরিমানার খবর আরসিবি-র অধিনায়ক রজত পাতিদারের কাছে। আরসিবি অধিনায়ক রজতকে স্লো ওভার রেটের দায়ে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। চলতি আইপিএলে এই প্রথম RCB স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল। রাজত পাতিদার এই প্রথম আইপিএলে কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন। ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন রজত। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুর করা আরসিবি অধিনায়ক মেরেছিলেন ৪টি ওভার বাউন্ডারি।
এখনও পর্যন্ত চার অধিনায়ক স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন
চলতি আইপিএলে এখনও পর্ন্ত মোট চারজন অধিনায়ক স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন। তাঁরা হলেন- হার্দিক পান্ডিয়া (MI), রিয়ান পরাগ (RR/রাজস্থান রয়্যালস), ঋষভ পন্থ (LSG) ও রজত পাতিদার (RCB)।
জরিমানা রজত পাতিদারকে
RCB captain Rajat Patidar is fined ₹12 lakhs for his side maintaining a slow over-rate against MI.#IPL2025 #MIvRCB #RCB pic.twitter.com/kI9a6RzYvR
— Circle of Cricket (@circleofcricket) April 8, 2025
আরসিবি-র পরবর্তী ম্যাচ
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএলে তাদের পঞ্চম ম্যাচে খেলতে নামছে আরসিবি। ৪টি খেলে ৩টি-তে জিতে লিগ তালিকায় এখন তিন নম্বরে আছে বিরাট কোহলি, রজত পাতিদারের দল।