
জঘন্য হার দিয়ে আইপিএল (IPL 2025) অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি-দের উপস্থিতি, পারফরম্যান্সে ঝলমলে উদ্বোধনের পর ইডেনে বিরাট কোহলির জাদু চলল। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে আরসিবি-কে ৭ উইকেটে ২২ বল বাকি থাকতে জিতিয়ে ফিরলেন কোহলি। ১৭৪ রান তাড়া করতে নেমে কোহলি ও ফিল সল্টের ৫৭ বলে ৯৫ রানের পার্টনারশিপে জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল আরসিবি-র। সল্ট (৩১ বলে ৫৬)-এর আউটের পর তিনে নামা দেবদূত পাদিক্কল (১০) ও দ্রুত ফিরে যান। শেষে রজত পাতিদার (১৬ বলে ৩৪) ও লিয়াম লিভিংটস্টোন (১৫ অপরাজিত)-কে নিয়ে ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে আরসিবি-কে জিতিয়ে ফেরেন কোহলি। রাহানে, নারিনের ব্যাটিং ছাড়া উদ্বোধনী ম্যাচে পুরোটাই হতাশ করল কেকেআর।
ব্যাটে, বলে ভরাডুবি কেকেআর-এর
মিডল-লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ভরাডুবি, খারাপ বোলিং করে ডুবল রাহানেরা। গতবারের কেকেআর আর এবারের কেকেআর-এর প্রথম ম্যাচ যেন দুটো আলাদা দল মনে হল। রাহানের দল এখন সেট করেনি সেটা পরিষ্কার।
কেকেআর-এর দ্বিতীয় ম্যাচ বুধবার, ২৬ মার্চ জয়পুরে সঞ্জু স্যামসন, রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
ইডেনে হার দিয়ে শুরু রাহানেদের
Spirited comeback with the ball ✅
Dominating effort with the bat ✅@RCBTweets are up and away in #TATAIPL 2025 with a commanding win over #KKR ❤️
Scorecard ▶ https://t.co/C9xIFpQDTn#KKRvRCB pic.twitter.com/zs6fXmhYv9
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
ব্যাটে-বলে মুগ্ধ করল আরসিবি
তবে শুধু ব্যাটে নয়, বল হাতেও আরসিবি মুগ্ধ করল। রাহানে-নারিনরা যখন দলের রানকে দারুণ জায়গায় নিয়ে যাচ্ছিলেন, সেখানেই ক্রুনাল পান্ডিয়া-সূয়েশ শর্মা-রা দারুণ স্পেল করে দলকে ফিরিয়ে আনলেন। একটা সময় ৯.৫ ওভারে ১ উইকেটে ১০৭ থেকে আরসিবি-র বিরুদ্ধে শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানেরা নির্ধারিত ২০ ওভারে করলেন ৮ উইকেটে ১৭৪ রান। প্রথমবার কেকেআর অধিনায়ক হিসেবে নেমে রাহানে (৩১ বলে ৫৬ রানের) নজর কাড়লেন। ২৫ বলে হাফ সেঞ্চুরি করা রাহানে এদিন ৪টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি হাঁকালেন। ২৬ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেললেন নারিন। ব্যর্থ হলেন কুইন্টন ডি কক (৪), ভেঙ্কটেশ আইয়ার (৬), রিঙ্কু সিং (১২), আন্দ্রে রাসেল (৪)। ১ উইকেটে ১০৭ থেকে ১২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কেকেআর-এর খুব বড় রানের স্বপ্নে জল পড়ে যায়। ১৩ বলের মধ্যে আউট হয়ে যান নারিন, রাহানে, আইয়ার।
নারিন, রাহানের আউটের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি কলকাতা
নারিন, রাহানের আউটের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারল না কেকেআর। পাঁচ নম্বরে নেমে অঙ্গকৃশ রঘুবংশী (২২ বলে ৩০) ভাল না খেললে শাহরুখ খানের দলের রানটা এত দূর যেতে না। কঠিন জায়গা থেকে রজত পাতিদারের নেতৃত্বে খেলা আরসিবি-কে ম্যাচে ফেরালেন স্পিনার ক্রুনাল পান্ডিয়া। রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং- কেকেআর ব্যাটিংয়ের তিন স্তম্ভকে আউট করেন ক্রুনাল (৩/২৯)। আরসিবি পেসার হ্যাজেলউড ২২ রানে ২টি উইকেট নেন। যশ দয়াল, রাসিখ সালাম ও সূয়েশ শর্মা ১টি করে উইকেট নেন।