কথায় বলে আন্তর্জাতিক ক্রিকেটে চোট সারিয়ে মাঠে ফেরা অত সহজ নয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে তাও আবার অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে কামব্যাক করে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বোঝালেন তিনি কোথায় আলাদা। গত বছর সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন। এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্টে খেলতে পারেননি। সেপ্টেম্বরে এশিয়া কাপের গ্রুপের দুটো ম্যাচ খেলেছিলেন জাদেজা। তারপর দলের সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে চোট পেয়েছিলেন জাদেজা। স্কি বোর্ডে বসতে গিয়ে বড় চোট পান। এর মধ্যে চোট সারানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন, গুজরাট বিধানসভা নির্বাচনে স্ত্রী-কে বিধায়ক করতে জোর প্রচার চালিয়েছেন। কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে জাদেজার খেলায় সেই পুরনো দার।
প্রথম ইনিংসে ৪৭ রান দিয়ে ৫ উইকেট। তারপর ব্যাট হাতে কঠিন সময়ে ৭০ রানের অনবদ্য ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুসচানে সহ দুটি উইকেট তুলে নেওয়া। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে রবীন্দ্র জাদেজাই সবচেয়ে বড় ভূমিকা নিলেন। আর তাই জাদেজাকে দেওয়া হল নাগপুর টেস্টে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার। আর জাদেজার পুরস্কার নেওয়ার মঞ্চে আবার ঘোষক হিসেবে হাজির তার সবচেয়ে বড় সমালোচক সঞ্জয় মঞ্জেরকর। আরও পড়ুন-নাগপুরে বিরাটের 'পাঠান' -এর হুক স্টেপ, যোগ দিলেন জাদেজাও (দেখুন ভিডিও)
দেখুন ছবিতে
Ravindra Jadeja won the Player of the match award - Sir Jadeja is back!! pic.twitter.com/CVcWlgZWmu
— CricketMAN2 (@ImTanujSingh) February 11, 2023
দেখুন জাড্ডু-মঞ্জেরকরকে ছবিতে
Ravindra Jadeja and Sanjay Manjrekar in post match presentation. pic.twitter.com/K9eLSGzLib
— CricketMAN2 (@ImTanujSingh) February 11, 2023
অতীতে বারবার জাদেজাকে বারবার আক্রমণ করেছেন মঞ্জেরকর। মঞ্জেরকরকে দেখেই একগাল হেসে ফেলেন জাড্ডু।