Ravindra Jadeja. (Photo Credits: Getty Images)

দুবাই, ২ সেপ্টেম্বর: এশিয়া কাপে সুপার ফোর রাউন্ড শুরুর আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।  চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বুধবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন জাদেজা। সেই চোট সারতে সপ্তাহ দুয়েক লাগতে পারে। তাই গ্রুপ লিগেই শেষ হয়ে গেল জাদেজার এশিয়া কাপ। জাদেজার পরিবর্তে দলে এলেন অলরাউন্ডার স্পিনার অক্ষর প্যাটেল। গত রবিবার, লিগের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে দারুণ ব্যাট করেছিলেন জাদেজা (২৯ বলে ৩৫ রান)।

হার্দিকের সঙ্গে পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করে দলকে জয়ের মত জায়গায় নিয়ে গিয়েছিলেন জাড্ডু। যদিও শেষ ওভারের শুরুতে বড় শট নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। আরও পড়ুন- শনিবার থেকে শুরু সুপার ফোরের খেলা, সূচি ও কীভাবে ওঠা যাবে ফাইনালে

দেখুন টুইট

এরপর চলতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন জাড্ডু। জাদেজার ছিটকে যাওয়াটা রোহিত শর্মা-র দলের কাছে বড় ধাক্কা। রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা ভারতের। সেই ম্যাচে প্রথম একাদশে অক্ষর প্যাটেলকে খেলতে দেখা যেতে পারে।

সুপার ফোরে ভারতের খেলা

৪ সেপ্টেম্বর, রবিবার: গ্রুপ এ রানার্স (সম্ভাব্য পাকিস্তান)

৬ সেপ্টেম্বর, মঙ্গলবার: শ্রীলঙ্কা

৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: আফগানিস্তান

(ভারতের সব ম্যাচ দুবাইয়ে। সব খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়)