দুবাই, ২ সেপ্টেম্বর: আজ, শুক্রবার এশিয়া কাপে গ্রুপ লিগের খেলা শেষ হচ্ছে। সুপার ফোর রাউন্ডে কোন ও তিনটি দল খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। আজ পাকিস্তান বনাম হংকং ম্যাচের জয়ী দল গ্রুপ এ-র রানার্স হয়ে সুপার ফোরে উঠবে। গ্রুপ এ-র দুটি ম্যাচে জিতে সুপার ফোরে উঠেছে ভারত। অন্যদিকে, দুটি ম্যাচে জিতে গ্রুপ বি-র চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে আফগানিস্তান। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। বিদায় নিয়েছে বাংলাদেশ।
সেমিফাইনালের মত সুপার ফোরেও চারটি দল খেলে। তবে সেমিফাইনাল যেমন সাধারণত নক আউট হয়, সুপার ফোর হয় রাউন্ড রবীন লিগ ফর্ম্যাটে। যেহেতু মাত্র ৬ টি দেশ অংশ নিয়েছে, তাই সেমিফাইনালের পরিবর্তে সুপার ফোর ফর্ম্যাট করে টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানো হয়েছে।
সুপার ফোরে ফেভারিট হিসেবে নামছে গত দু বারের চ্যাম্পিয়ন ভারত। আফগানিস্তান গ্রুপ লিগে দুরন্ত ক্রিকেট খেলে সুপার ফোরে উঠেছে। তারা সুপার ফোরে আন্ডারডগ হয়ে নামছে। আজ হংকংকে হারালে সুপার ফোরে উঠবে পাকিস্তান। ভারতের মত পাকিস্তানও ফাইনালে ওঠার ব্যাপারে ফেভারিট। আফগানদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খারাপ খেললেও শ্রীলঙ্কারও অঘটন ঘটানোর ক্ষমতা আছে। তবে শ্রীলঙ্কাকে কেউ সেভাবে ফাইনালে ওঠার ব্যাপারে ধরছে না, বরং লঙ্কানরা থাকবেন বড় দলগুলিকে হারিয়ে চমকে দিতে।
সুপার ফোর থেকে কীভাবে ফাইনালে ওঠা যাবে
সুপার ফোর রাউন্ডে চারটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুটি দল ফাইনালে উঠবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে, নেট রানরেটে ঠিক হবে কারা ফাইনালে খেলবে।
সুপার ফোর-এর সূচি
৩ সেপ্টেম্বর, শনিবার: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (শারজা)
৪ সেপ্টেম্বর, রবিবার: ভারত বনাম গ্রুপ এ রানার্স (সম্ভাব্য পাকিস্তান) (দুবাই)
৬ সেপ্টেম্বর, মঙ্গলবার: ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)
৭ সেপ্টেম্বর, বুধবার: আফগানিস্তান বনাম গ্রুপ এ রানার্স (সম্ভাব্য পাকিস্তান) (দুবাই)
৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: ভারত বনাম আফগানিস্তান(সম্ভাব্য পাকিস্তান) (দুবাই)
৯ সেপ্টেম্বর, শুক্রবার: গ্রুপ এ রানার্স (সম্ভাব্য পাকিস্তান) বনাম শ্রীলঙ্কা (দুবাই)
(সল খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)
ফাইনাল
১১ সেপ্টেম্বর, রবিবার: (দুবাই)
সুপার ফোরে ভারতের খেলা
৪ সেপ্টেম্বর, রবিবার: গ্রুপ এ রানার্স (সম্ভাব্য পাকিস্তান)
৬ সেপ্টেম্বর, মঙ্গলবার: শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: আফগানিস্তান
(ভারতের সব ম্যাচ দুবাইয়ে। সব খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়)
কীভাবে দেখবেন খেলা
টিভিতে সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। রেডিও-তে প্রসার ভারতীর বিভিন্ন চ্যানেলে সরাসরি শোনা যাবে ধারাভাষ্য। ডিজনি+হটস্টারের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি খেলা দেখা যাবে)