ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবার প্রবেশ করলেন রাজনীতিতে। স্ত্রী রিভাবার পথ ধরে তিনিও ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন। জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরের বিজেপি বিধায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাদেজা সম্পর্কে একটি তথ্য শেয়ার করেছেন রিভাবা। সেই পোস্টের মাধ্যমে জানা গেছে যে রবীন্দ্র জাদেজা বিজেপির সদস্যপদ নিয়েছেন।  এর আগে স্ত্রী রিভাবাকে নিয়ে বেশ কয়েকবার প্রচারে নেমেছেন রবীন্দ্র জাদেজা। নির্বাচনের সময় স্ত্রী রিভাবাকে নিয়ে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। অনেক রোড শোও করেছেন। তবে এখন পাকাপাকি ভাবে বিজেপির সদস্যপদ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। রিভাবা এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন।দেখুন সেই পোস্ট-

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রিভাবা এবং রবীন্দ্র জাদেজা সহ টিম ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন। এরপরই টি-২০ এই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেন জাদেজা। ভারতের হয়ে ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫১৫ রান করেছেন জাড্ডু।তাছাড়া এই ফরম্যাটে ৫৪টি উইকেটও নিয়েছেন তিনি। এক ম্যাচে জাদেজার সেরা পারফরম্যান্স হল ১৫ রানে ৩ উইকেট নেওয়া। টি-২০ থেকে অবসর নিলেও ভারতের হয়ে একদিনের ম্যাচ ও টেস্ট খেলবেন জাদেজা।