বিশ্বকাপ জেতার পর দেশের আরও এক তারকা ক্রিকেটারের অবসর। বিরাট কোহলি, রোহিত শর্মা-র মত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৩৫ বছরের জাদেজাকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। দেশের হয়ে ৭৪টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। ব্যাট-বলে বেশ কয়েকটি ম্যাচে জিতিয়েছেন। হাত ঘুরিয়ে নিয়েছেন ৫৪টি উইকেট, ব্যাট হাতে করেছেন ৫১৫ রান। তবে কোনও দিন ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পাননি।
ওয়ানডে বা টেস্টে তাঁর কেরিয়ারের পরিসংখ্যান যেমন ঈর্ষণীয়, ততটা নয় টি২০-তে। টেস্টে জাদেজার ৩০০ হাজারের বেশী রান ও হাত ঘুরিয়ে ২৯৪টি উইকেট আছে। ওয়ানডে-তে ব্যাট হাতে ২ হাজার ৭৫৬ রান, বল হাতে ২২০টি উইকেট। তবে তিনি টি-২০-তে উপযোগী ক্রিকেটার, অনেকটা জোকার কার্ডের মত। দলের সেরা ফিল্ডার।
বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তেমন কিছুই করতে পারেননি জাদেজা। একেবারে শেষের দিকে ২ বলে ২ রান করে আউট হয়েছিলেন। বল হাতে একটি ওভারই করেছিলেন, দেন ১২ রান। এরপর আর তাঁকে বল করার সুযোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে অক্ষর প্যাটেলের উত্থানে কিছুটা পিছনের সারিতে চলে যান জাড্ডু। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হন, হাত ঘুরিয়ে উইকেটও পাননি। তবে টেস্ট, ওয়ানডে-তে তো বটেই কুড়ির ক্রিকেটে রোহিতের সংসারে খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাদেজা।
২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় তাঁর আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয়েছিল। বিশ্বকাপ জেতার পর এবার ভারতের টি টোয়েন্টি স্কোয়াড একেবারেই অন্যরকম হতে চলেছে। এক সঙ্গে তিনজন তারকা ক্রিকেটারের অবসরে টি-২০-তে ভারতের তরুণ প্রজন্মের কাছে সুযোগ চলে এল। ঋতুরাজ, রিঙ্কু সিং, ওয়াশিংটন-দের এবার শূন্যস্থান পূরণের পালা।
দেখুন খবরটি
Ravindra Jadeja announces T20I retirement, a day after the T20 World Cup title win against South Africa in Barbados.
“With a heart full of gratitude, I bid farewell to T20 internationals. Like a steadfast horse galloping with pride, I’ve always given my best for my country and… pic.twitter.com/FZjKyKNLYx
— IANS (@ians_india) June 30, 2024
২০০৬ সাল থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলছে ভারত। ধোনির টি-২০ দলে সম্পদ দলে ছিলেন জাদেজা। কোহলি, রোহিতের আমলেও টি-২০-তে জাদেজা ম্যাচ উইনার ছিলেন। ধোনি আগেই অবসর নিয়েছেন। রায়নাও খেলা ছেড়েছেন। এবার কোহলি, রোহিত, জাদেজার অবসরে ধোনির সেই পুরনো দলের কেউই আর থাকলেন না। এবার নতুন ভারত, নতুন মিশনষ