আমেদাবাদ, ১৩ মার্চ: মোতেরা টেস্টের শেষ দিনটা একেবারে ঘুমন্ত কায়দায় শেষ হয়। পাটা পিচে অজি ব্যাটাররা ভাল ব্যাট করে, লাঞ্চের পরেই পরিষ্কার বুঝিয়ে দেন ম্যাচ ড্র হচ্ছে। এমন নিষ্প্রাণ ম্যাচে একটা সময় বল করতে দেখা যায় শুবমন গিল, চেতেশ্বর পূজারাদের মত পুরোপুরি স্পেশালিস্ট ব্যাটারদের। ১০৩টো টেস্ট খেলা, ১৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এই নিয়ে মাত্র দু বার বল করলেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার।
৮ বছর পর আগে টেস্টে একবারই বল করেছিলেন পূজারা। সেটা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লিতে। রাজধানী হওয়া টেস্ট মাত্র এক ওভারই বল করেছিলেন, দেন তিন রান। আরও পড়ুন-Border Gavaskar Trophy 2023: যুগ্মভাবে সিরিজ সেরা অশ্বিন-জাদেজা
দেখুন টুইট
Main kya karu? Job chod du? 😂 pic.twitter.com/R0mJqnALJ6
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 13, 2023
এদিন মোতেরায় পূজারা এক ওভার বল করে মেডেন নেন। পূজারারা হাত ঘরোনা ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় মজা করে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, "তাহলে আমি কি করব, কাজ ছেড়ে দেবো?"('Main Kya Karu? Job Chod Du?') পূজারার পাশাপাশি এদিন ৭টা বল করেন গিলও।