Ravi Ashwin (Photo Credit: BCCI/ X)

তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচটি ধরমশালায় খেলতে নামছেন ভারতের তারকা স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বৃহস্পতিবার থেকে ধরমশালায় হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম তথা টেস্টে সেঞ্চুরির হাঁকতে চলেছেন অশ্বিন। রাজকোটে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার মাইলস্টোন গড়ার পর এবার পাহাড়ের কোলে শততম টেস্ট খেলার মুখে তামিলনাড়ুর ৩৭ বছরের অফ স্পিনার।

মাইলস্টোন ম্যাচে নামার আগে অশ্বিন বলছেন, "অবশ্যই আমার কাছে খুব বড় আর বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে। তবে এই ম্যাচের জন্য আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি। জীবনের প্রথম টেস্টের মতোই ফোকাস, সেরাটা দেওয়া আর দেশকে জেতানোর চেষ্টা করব। আমরা ৩-১ এগিয়ে ইতিমধ্যেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে ঠিকই, কিন্তু সবাই টেস্ট জিততে চায়। এখানকার আবহাওয়া আগের চারটে টেস্ট কেন্দ্রগুলির চেয়ে অনেকটা আলাদা। এটা আমাদের কাছে অবশ্যই চ্যালেঞ্জের।"ধরমশালায় এদিনও আবহাওয়া বেশ খারাপ। বৃষ্টির সঙ্গে সামান্য তুষারপাতও হয় বলে খবর।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল অশ্বিনের। গত ১৩-১৪ বছর ধরে তিনিই দেশের এক নম্বর স্পিনার। ৯৯টি টেস্টে ৫০৭টি উইকেট নিয়েছেন তিনি। অলিন কুম্বলের পর তিনিই দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেটপ্রাপক বোলার। টেস্টে ৩৫ বার ৫ উইকেট ও ৮ বার ১০ উইকেট নেওয়ার নজির আছে তামিলনাড়ুর ৩৭ বছরের তারকা অফ স্পিনারের।