Ranji Trophy: মন্ত্রীর আস্ফালনে ভাল দিনটাও তেমন ভাল হল না বাংলার

আলুর, ১৪ জুন: রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের প্রথম দিনটা ৫০:৫০-এ শেষ হল। আল্লুরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার বিরুদ্ধে মধ্যপ্রদেশের স্কোর ৬ উইকেটে ২৭১ রান। বাংলার বোলাররা সারাদিন ভাল বল করলেও মধ্যপ্রদেশের ব্যাটার হিমাংশু মন্ত্রী-র দুরন্ত অপরাজিত ১৩৪ রানের ইনিংস ম্যাচকে ৫০:৫০ জায়গায় রাখল। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ সমস্যায় পড়ে গিয়েছিল মধ্যপ্রদেশ। সেখান থেকে পঞ্চম উইকেটে হিমাংশু-আকাশাত রঘুবংশী ১২৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভাল জায়গায় নিয়ে যান।

দিনের খেলার শেষ সেশনে রঘুবংশী (৬৩)-কে আউট করেন আকাশ দীপ। হিমাংশু-র সঙ্গে ক্রিজে আছেন পুনিত দাতে (৯)। আগামিকাল, বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের ইনিংস তিনশোর মধ্যে গুঁটিয়ে দিতে পারলে এই পিচে বাংলা সুবিধাজনক অবস্থায় থাকার কথা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে বাংলার ৯জন ব্যাটার ৫০-এর উপরে রান করেছিলেন। সুতরাং আত্মবিশ্বাস তুঙ্গে রেখেই নামবেন অভিমন্যু ঈশ্বরণ-মনোজ তিওয়ারি-রা। মুকেশ কুমারর ৪৫ রান দিয়ে ২টি, আকাশ দীপ ৫৫ রান খরচ করে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামাণিক।  আরও পড়ুন: সরাসরি দেখুন ভারত-হংকং ম্যাচ

এদিকে, রঞ্জির অপর সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলার প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন মুম্বইয়ের ওপেনার যশশ্বী জয়সওয়াল (১০০)। তবে মুম্বইয়ের অপর ওপেনার তথা অধিনায়ক পৃথ্বী শ শূন্য রানে আউট হন। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ২৬০ রান।