মুম্বই, ১১ মার্চ: ৪২ বার রঞ্জি ট্রফি জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে মুম্বই। বিদর্ভকে প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে অল আউট করে মুম্বই। ১১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের লিড ২৬০ রানের। আজিঙ্কা রাহানের দলের হাতে এখনও ৮উইকেট আছে। ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে মুম্বইয়ের এই লিডটাই ম্যাচ জয়ের পক্ষে যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ৮ বছর পর ফের রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া মুম্বইয়ের কাছে শুধুই সময়ের অপেক্ষা।
সোমবার ফাইনালের দ্বিতীয় দিনের শুরুতে ৩ উইকেটে ৩১ রানে খেলতে নেমে একেবারে খারাপ খেলে বিদর্ভ তাদের বাকি ৭টি উইকেট ৭৪ রানে হারায়। মুম্বইয়ের দুই স্পিনার শামস মুলানি ৩২ রানে ও তানুস কৈতান মাত্র ৭ রান দিয়ে তিনটি করে উইকেট পান। অভিজ্ঞ পেসার ধবল কুলকার্নি তিনটি উইকেট নেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যে দলের দুই ওপেনার পৃথ্বী শ (১১) ও ভূপেন লাওয়ানি (১৮)-কে হারায় মুম্বই। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক রাহানে ও মুশের খান দুরন্ত হাফ সেঞ্চুরি মুম্বইকে চালকের আসনে বসিয়ে দেন। রাহানে ৫৮ ও মুশের ৫১ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৪১ রান।
প্রসঙ্গত, এই ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে একটা সময় মুম্বই একটা সময় ১১১ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল। কিন্তু আট নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করেছিল।