![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/02/cricketer-Manoj-Tiwary-380x214.jpg)
ইডেন গার্ডেন্সে সকালে আশা জেগেছিল জোড়া ধাক্কা দিয়ে। হার্ভিক দেশাই (৫০)-কে বোল্ড করে বাংলাকে প্রথম সাফল্যটা এনে দিয়েছিলেন তারকা পেসার মুকেশ কুমার। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামা চেতন সাকারিয়া (৮)-কেও বোল্ড করে বাংলাকে আশা দেখানোর জায়গায় নিয়ে যান ইশান পোড়েল। তখন সৌরাষ্ট্র রান ৪ উইকেটে ১০৯, বাংলার থেকে তখনও পিছিয়ে ৬৫ রানে। আশায় বুক বেঁধেছিলেন ইডেনের দর্শকরা। কিন্তু এরপর বাংলার আশায় জল ঢাললেন সৌরষ্ট্রের দুই সেরা ব্যাটার শেলডন জ্যাকসন ও অর্পিত ভাসাভাদা।
৪ উইকেটেই প্রথম ইনিংসে বাংলার করা ১৭৪ রানকে টপকে গিয়েছে সৌরাষ্ট্র। এবার দেখার কত রানের লিড নেন জয়দেব উনাদকটরা। এই পিচে প্রথম ইনিংসে ১২৫-১৫০ রানের লিড অনেকটাই হয়ে দাঁড়াতে পারে। বাংলার আশা, সৌরাষ্ট্রের লিড বেশী দূর বাড়তে না দিয়ে, দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে সরাসরি জয়ের পথে ঝাঁপানো। ইডেনে চতুর্থ ইনিংসে ব্যাট করা মোটেও সহজ হবে না। যদিও সেসব এখন অনেক পরের কথা। শেলডন-অর্পিতরা যেভাবে খেলছেন, তাতে মনোজ তিওয়ারির দলের চাপ আছে। আরও পড়ুন-পদত্যাগ চেতন শর্মার
কেকেআর-এর প্রাক্তন উইকেটকিপার জ্যাকসন হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। সেমিফাইনালে কঠিন জায়গায় দাঁড়িয়ে সেঞ্চুরি করেছিলেন শেলডন।