লাহোলিতে আগুন ঝরালেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। হরিয়ানাকে ইনিংস ও ৫০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করল বাংলা। গতকাল, ম্যাচের তৃতীয় দিনেই বাংলায় জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার ম্যাচের শেষ দিনে জিততে হলে বাংলাকে নিতে হত ৩টি উইকেট, আর ইনিংস হারাতে হরিয়ানার দরকার ছিল আরও ৭৯ রান। শেষ দিনে হরিয়ানা দ্বিতীয় ইনিংসে অল আউট হল ২০৬ রান। এদিন শেষ তিন উইকেটে হরিয়ানা যোগ করে ২৯ রান। এদিন, হরিয়ানা অমিত রানাকে আউট করে দ্বিতীয় ইনিংসও পাঁচ উইকেট নিলেন আকাশদীপ।
শুক্রবার লাহোলিতে আকাশদীপ নেন দুটি, মুকেশ কুমার একটি। মুকেশ দিনের প্রথম উইকেটটি নেন সুমিত কুমারকে আউট করে। প্রথম ইনিংসে আকাশদীপ ৬১ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন ৫১ রানে ৫ উইকেট। মানে ম্যাচে ১১২ রান দিয়ে ১০ উইকেট নিলেন আকাশদীপ। আরও পড়ুন-মেসির ট্যাটু ভুট্টাক্ষেতেও
দ্বিতীয় ইনিংসে আকাশদীপের পাশাপাশি দুই পেসার মুকেশ কুমার (৩/৬২) ও ইশান পোড়েল (২/৪২) ভাল বল করলেন। প্রথম ইনিংসে বাংলা করেছিল ৪১৯ রান, জবাবে ১৬৩ রানে অল আউট হওয়ায় হরিয়ানাকে ফলো অন করান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এরপর হরিয়ানা দ্বিতীয় ইনিংসে হরিয়ানা অল আউট হয় ২০৬ রানে। প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে ১৪৫ রানের দারুণ ইনিংস খেলেন অনুষ্টুপ মজুমদার। ভাল খেলেন অভিষেক পোড়েল (৪৯)-ও।
৬ ম্যাচ খেলে বাংলার পয়েন্ট দাঁড়াল ৩২, দ্বিতীয় স্থানে থাকা উত্তরাখণ্ডের পয়েন্ট ২৩। মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে লিগের শেষ ম্যাচে ওডিশার বিরুদ্ধে নামছে বাংলা। ৩১ জানুয়ারি থেকে শুরু কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। এলিট পর্বে আট দলের গ্রুপে বাংলার সঙ্গে আছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, বরোদা, উত্তরপ্রদেশ, ওডিশা ও নাগাল্যান্ড। বাংলা সরাসরি চারটে ম্যাচে জেতে, দুটিতে প্রথম ইনিংসে এগিয়ে থাকার পর ড্র হয়।
লাহোলির স্কোরবোর্ড
বাংলা: ৪১৯ (অনুষ্টুপ ১৪৫)
হরিয়ানা: ১৬৩, ২০৬
বাংলা জয়ী ইনিংস ও ৫০ রানে
ম্যাচের সেরা: আকাশদীপ সিং (৫/৬১, ৫/৫১)