Ranji Trophy 2025: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করলেন উত্তর প্রদেশের তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। শনিবার কানপুরে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে রিঙ্কু ১৮০ বলে ধৈর্যশীল সেঞ্চুরি করলেন। অন্ধ্রপ্রদেশের ৪৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানের ২ উইকেট হারিয়ে চাপে ছিল ইউপি, সেখান থেকে দারুণ ইনিংস খেলে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন রিঙ্কু। দেশের জার্সিতে ২টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলা রিঙ্কুকে সেভাবে কখনও টেস্ট দলের লড়াইয়ে দেখা হয়নি। কিন্তু পাঁচদিনের ক্রিকেটের জন্যও নির্বাচকদের কাছে নিজের নামটা পেশ করছেন উত্তরপ্রদেশের ২৮ বছরের বাঁ হাতি ব্যাটার।
পঞ্জাবের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি পতিদারের
এদিকে, রঞ্জি ট্রফির অপর ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেন মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। পঞ্জাবের প্রথম ইনিংসে করা ২৩২ রানের জবাবে পতিদারের ডবল সেঞ্চুরির সুবাদে মধ্যপ্রদেশ ৮ উইকেটে করেছে ৫১৯ রান।
রিঙ্কুর সেঞ্চুরি
Hundred for Rinku Singh in the Ranji Trophy. 🔥
His 8th century in first class cricket. pic.twitter.com/lgOxir3NlC
— Rokte Amar KKR (@Rokte_Amarr_KKR) October 18, 2025
এশিয়া কাপের ফাইনালে বাউন্ডারি হাঁকিয়ে দেশকে কাপ জিতিয়েছিলেন রিঙ্কু
আইপিএলে নাইট রাইডার্সের হয়ে কিংবা দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রিঙ্কু মানেই যেমন ধুমধাড়াক্কা ব্যাটিং, তেমনটা এতদিন করলেন না। একেবারে টেস্ট ম্যাচ সুলভ ব্যাটিংই করলেন রিঙ্কু। প্রথম শ্রেণীর ক্রিকেটে রিঙ্কুর এটি অষ্টম সেঞ্চুরি। কদিন আগেই ইউএইতে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় টি-২০ দলের সদস্য ছিলেন এই নাইট তারকা। সেই এশিয়া কাপে গ্রুপ পর্যায় কিংবা সুপার ফোরে কোনও ম্যাচ না খেললেও একেবারে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলেন রিঙ্কু। সেই ফাইনালে রিঙ্কু একটাই বল খেলেন, আর তাঁর বাউন্ডারিটাই ছিল উইনিং স্ট্রোক।