ছয় মাসের মধ্যে তৃতীয়বার, ১৭ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানান্ধা রমেশবাবু (Rameshbabu Praggnanandhaa )পরাজিত করলেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen)। সোমবার(২২শে অগাস্ট) মিয়ামিতে চ্যাম্পিয়নস চেস ট্যুরের আমেরিকান ফাইনালে এফটিএক্স ক্রিপ্টো কাপে(FTX Crypto Cup) -র রেগুলেশন গেমের শেষে স্কোর ২-২ ড্র হওয়ার পর ম্যাগনাস কে ট্রাইবেকারে হারিয়ে দেন রমেশবাবু।হেরে যাওয়ার পর কার্লসেনের মুখে অবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট।
Not the ending Magnus Carlsen would have wanted, as he blunders against Praggnanandhaa just when he was on the verge of forcing Armageddon! https://t.co/IbzJPYmpjn #ChessChamps #FTXCryptoCup pic.twitter.com/RYjbaO4WMZ
— chess24.com (@chess24com) August 21, 2022
FTX Crypto Cup: Praggnanandhaa stuns five-time World Champion Carlsen
Read @ANI Story | https://t.co/SwDcq2sz4A#FTX #praggnanandhaa #MagnusCarlsen #chess #AICF pic.twitter.com/94tSYZaYgA
— ANI Digital (@ani_digital) August 22, 2022