Rajat Patidar: আইপিএলের বিষ্ময় রজত পাতিদারের এবার রঞ্জি ফাইনালে সেঞ্চুরি, ট্রফির পথে মধ্যপ্রদেশ
Rajat Patidar, Dinesh Kartik. (Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ২৫ জুন:  আইপিএল প্লে অফের পর এবার একেবারে রঞ্জি ট্রফির ফাইবালে সেঞ্চুরি। জাতীয় দলে ঢোকার দাবি জানিয়ে রাখলেন আরসিবি-র মধ্যপ্রদেশের তারকা ব্যাটার রজত পাতিদার। শনিবার বেঙ্গালুরুতে রঞ্জি ফাইনালের চতুর্থ দিনে মুম্বইয়ের বিরুদ্ধে রজত পাতিদার ঝকঝকে সেঞ্চুরি করলেন। চলতি বছর আইপিএলে আরসিবি-র জার্সিতে লখনৌ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে কলকাতায় প্লে অফে (এলিমিনেটর) মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন রজত।

চলতি রঞ্জিতে রজত

গতকাল, রঞ্জি ফাইনালে রজত ৬৭ রানে অপরাজিত অবস্থায় দিনের খেলা শেষ করেছিলেন। এদিন, অনায়াসে সেঞ্চুরি করলেন রজত। এই ফাইনাল ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে মধ্যপ্রদেশের তিনজন ব্যাটার সেঞ্চুরি করলেন-যশ দুবে (১৩৩), শুভম শর্মা (১১৬) ও রজত পাতিদার (১২২)।  প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের লিড ১০০ ছাড়িয়েছে। বাকি আর দেড়দিনের মত খেলা। প্রথমবার মধ্যপ্রদেশের রঞ্জিতে চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: ঐতিহাসিক ২৫ জুন, ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের ৩৯ বছর 

দেখুন ভিডিও

প্রথম ইনিংসে মুম্বই করেছিল ৩৭৪ রান। আজ, শনিবার লাঞ্চ পর্যন্ত রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশের স্কোর ৬ উইকেটে ৪৭৫ রান। লিড ১০১ রান। এখান থেকে মুম্বইয়ের পক্ষে সরাসরি জয় খুবই কঠিন, কারণ এখনও তাদের পুরো একটা ইনিংস ব্যাট করতে হবে, লিড নিতে হবে, এবং তারপর মধ্যপ্রদেশের ১৪টা উইকেট তুলতে হবে এখান থেকে। অথচ খেলার বাকি মাত্র ১৫০ ওভারের মত।