Jofra Archer (Photo Credit: ECB/ X)

Lords Test ENG vs IND Day 5: সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার সব আশায় বিসর্জনের পথে। সোমবার লর্ডসে শেষ দিনের খেলার শুরুতেই ফিরে গেলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। পন্থ (৯)-কে বোল্ড করে এদিন ভারতকে প্রথম ধাক্কাটা দেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। এরপর বেন স্টোকসের বলে রাহুল (৩৯) আউট হতেই ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বের হয়ে যায়। নীতীশ কুমার রেড্ডির আগে ওয়াশিংটন সুন্দরকে পাঠিয়েও কোনও লাভ হল না। আর্চারকে বলে আউট হলেন ওয়াশিংটন সুন্দর (০)। ৪ উইকেটে ৭১ থেকে ৮২ রানে ৭ উইকেট হারায় ভারত।

১১ রানের মধ্যে আউট পন্থ, রাহুল, সুন্দর

দলের ১১ রানের মধ্যে আউট হন পন্থ, রাহুল ও সুন্দর। জিততে হলে ১৯৩ রান করতে হবে এমন শর্তে করতে নেমে ৮২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা টিম ইন্ডিয়া। রাহুল এদিন তাঁর ব্যক্তিগত স্কোরের সঙ্গে ৬ রান যোগ করে আউট হন। পন্থ দুটি বাউন্ডারি মেরে আর্চারের বলে ক্লিন বোল্ড হন।

দেখুন কীভাবে আর্চারের বলে বোল্ড হলেন পন্থ

পন্থের পর যেভাবে সুন্দরকে আউট করেন আর্চার

শেষ আশা জাদেজা-নীতীশকে নিয়ে

আজ দিনের খেলায় টিম ইন্ডিয়ার রানে ২৪ রান যোগ হওয়ার মাঝে পড়ে গিয়েছে ৩টি উইকেট। এখন সব আশা রবীন্দ্র জাদেজা ও নীতীশ রেড্ডিকে নিয়ে। নীতীশ যখন ক্রিজে নামেন তখন টিম ইন্ডিয়ার স্কোর ৮২ রান ৭ উইকেট। জয় থেকে টিম ইন্ডিয়া তখনও ১১১ রান দূরে। এরপর নামবেন বুমরা ও সিরাজ। লর্ডসে দ্বিতীয় ইনিংস টিম ইন্ডিয়ার টপ অর্ডারের মাত্র দুইজন ব্য়াটার দুই অঙ্কের রান করেছেন-রাহুল (৩৯) ও করুণ নায়ার (১৪)।