IND vs ENG 1st Test: লিডস টেস্টের (Leeds Test Day 4) চতুর্থ দিনের শুরুর বড় ধাক্কাটা দারুণভাবে সামলে দিলেন কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ (Risabh Pant)। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারের দ্বিতীয় ইনিংসের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান। অসাধারণ ইনিংস খেলার পথে রাহুল অপরাজিত ৭১ রানে, আর পন্থ অপরাজিত রয়েছেন ৩১ রানে। ভারতের লিড ১৫৯ রানের হাতে ৭ উইকেট। ম্য়াচের দ্বিতীয় সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী সেশনের শেষে ভারতের লিড নিশ্চিতভাবেই আড়াইশো ছাড়ানোর কথা। এখন প্রশ্ন হল, সেই সময় উইকেট কটা থাকবে। এদিন দিনের খেলার শুরুতেই ইংল্যান্ডের পেসার ব্রেইডন কার্সের বলে আউট হয়ে যান অধিনায়ক গিল (৮)। প্রথম ইনিংসে অবিশ্বাস্য ১৪৭ রানের ইনিংস খেলা গিল এদিন মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। ৯২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। একটা সময় দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৮২। কিন্তু সাই সুদর্শন ও শুভমন গিলের পরপর দুটি উইকেটে ভারতীয় সমর্থকদের মনে আশঙ্কা তৈরি করে। কিন্তু সেখান থেকেই দলের দুই সিনিয়র ব্যাটার রাহুল-পন্থ, দুজনে একেবারে দুরকমের ব্যাট করে দলকে লড়াইয়ে রাখলেন।
রাহুল ধীরগতির অনবদ্য ইনিংস খেলছেন, পন্থ করছেন 'অস্থির'সুন্দর ব্যাটিং
রাহুলের কিছু অনবদ্য শট থেকে দুচোখ জুড়িয়ে যাওয়ার জোগাড় হল। আবার পিচের মধ্যে কখনও শট নিতে গিয়ে পড়ে গিয়ে, আবার কখনও পা ফাঁক করে শট নিয়ে পন্থ ইংল্য়ান্ডের বোলারদের চাপে রাখার চেষ্টা করলেন। সেখানে রাহুল একেবারে ধীরে সুস্থে, কোনও তাড়াহুড়ো না করে ৪৫ স্ট্রাইক রেটে ৭২ রান করে ফেললেন।
দেখুন কীভাবে বল ছাড়লেন পন্থ
Like Ajay Jadeja quipped, "Atrangi, Atrangi, Atrangi" 😜 #SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia | @RishabhPant17 pic.twitter.com/LIxctcGr5q
— Sony Sports Network (@SonySportsNetwk) June 23, 2025
দেখুন সংক্ষিপ্ত স্কোরবোর্ড
India on the front foot 🔥#SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia pic.twitter.com/BrXpVmfBCP
— Sony Sports Network (@SonySportsNetwk) June 23, 2025
ম্য়াচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন খুবই গুরুত্বপূর্ণ
রাহুল ও পন্থের দুরকমের ব্যাটিং দেখে কমেন্ট্রি বক্সে বসে দীনেশ কার্তিক বললেন, "রাহুলের ব্যাট দেখে মনে হচ্ছে ধ্রুপদি সঙ্গীত শুনছি, আর পন্থেরটা দেখে হিপ-হপ।" গতকাল, রবিবার তৃতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ২ উইকেটে ৯০ রান। প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ভর করে টিম ইন্ডিয়া করেছিল ৪৭১ রান। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৬৫ রানে।