ক্লে কোর্টের মহারাজার সফর থামল। সোমবার ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে জার্মানির আলেজান্দার জেভেরেভের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের আগে নাদাল বলেছিলেন, এটাই তাঁর শেষ ফরাসি ওপেন। যদিও গতকাল, রবিবার রাফা বলেছিলেন, তিনি আরও একবার নামতে চান। কিন্তু এখন তাঁর যার ফিটনেসের হাল তাতে বলা যায় নাদালের ফরাসি ওপেনের সফর শেষ হল।
ফরাসি ওপেনের ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল হারলেন ৩-৬,৬-৭,৩-৬ টুর্নামেন্টের চতুর্থ বাছাই জেভেরেভের কাছে। এদিনে, স্পেনের কিমবদন্তী তথা ২২টি গ্র্যান্ডস্লামের মালিককে অতীতের ছায়া দেখাল। একে পুরোপুরি ফিট নন, তার ওপর আবার জেভেরেভের মত কঠিন প্রতিপক্ষ, লাল সুড়কির কোর্টের মহারাজা এদিন একেবারে লড়তে পারলেন না। এই প্রথম ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হারলেন ৩৭ বছরের রাফা। ২০০৫-২০১৪ পর্যন্ত ১০ বারের মধ্যে ফরাসি ওপেনে একবার বাদ দিয়ে মোট ৯ বার খেতাব জিতেছিলেন রাফা। এরপর ২০১৭-২০২০ থেকে টানা চারবার চ্যাম্পিয়ন হন রাফা। এরপর ২০২২-এ শেষবার জেতেন ক্লে কোর্টের গ্র্যান্ডস্লাম। অবিশ্বাস্য দাপটের সফর হয়ত থামল।
দেখুন ভিডিয়ো
See you soon 🧡#RolandGarros pic.twitter.com/RtZ9gqj5kR
— Roland-Garros (@rolandgarros) May 27, 2024
টেনিসে একটা যুগের অবসান। একটি বিশেষ গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশীবার জয়ীর অভিযান শেষ হল।