মেলবোর্ন, ২৫ জানুয়ারি: পাঁচ সেটের দুরন্ত লড়াইয়ে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) সেমিফাইনালে উঠলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোয়ার্টার ফাইনালে কানাডার ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে প্রথম দুই সেটে অনায়াসে জয়ের পরেও পাঁচ সেটের কঠিন লড়াই সামলে জিততে হল নাদালকে। মঙ্গলবার, রড লেভার এরিনায় কোয়ার্টার ফাইনালে প্রথম দুটি সেটে নাদাল জিতেছিলেন ৬-৩, ৬-৪-এ।
তারপর শাপোভালোভ দারুণভাবে ম্যাচে ফিরে ৬-৪, ৬-৩ দুটো সেট জিতে ম্যাচ জমিয়ে দেয়। এরপর পঞ্চম তথা নির্ণায়ক সেটে নাদাল ৬-৩ জিতে ম্যাচ বের করে নেয়। এবার নিয়ে মোট সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন স্প্যানিশ কিংবদন্তী। আরও পড়ুন: দলের জন্য গর্ব হচ্ছে, ‘জয় শ্রীরাম’! ভারতকে হারিয়ে বললেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ
দেখুন টুইট
🇪🇸 Seventh (Semifinal) Heaven 🇪🇸@RafaelNadal • #AO2022 • #AusOpen pic.twitter.com/qW75Z3wGIc
— #AusOpen (@AustralianOpen) January 25, 2022
কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে খেলতে নামার আগে শাপোভালোভ বলেছিলেন, তিনি নাদালের বিরুদ্ধে দীর্ঘ ম্যাচ খেলতে চান। সেটাই হল। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নামা স্পেনের কিংবদন্তি রাফাকে বেশ সমস্যায় ফেলেন শাপোভালোভ। চলতি অস্টেলিয়ান ওপেনে একমাত্র তৃতীয় রাউন্ডে খাচানোভের বিরুদ্ধে ছাড়া কোনও ম্যাচ সেট খোয়াননি নাদাল। কিন্তু আজ, কোয়ার্টার ফাইনালে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে দুটো সেটে হারলেন।
সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে পারেন গেঁল মনফিঁশ- মাত্তেও বারেত্তিনির মধ্যে হতে চলা কোয়ার্টার ফাইনাল ম্যাচের জয়ী খেলোয়াড়। নোভাক জকোভিচ ভিসা বিতর্কের কারণে না খেলায় রাফায়েল নাদাল চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ফেবারিট হিসেবে নেমেছেন। যদিও নোভাক জকোভিচকে ইউএস ওপেনে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ড্যানিল মেদভেদও দারুণ খেলে নাদালের প্রধান চ্যালেঞ্জার হয়ে কোয়ার্টার ফাইনালে উঠছেন। সব ঠিকঠাক থাকলে নাদাল-মেদভেদ ফাইনালের দিকেই তাকিয়ে সবাই। তবে তার আগে নাদালকে জিততে হবে সেমিফাইনাল। আর মেদভেদকে জিততে হবে কোয়ার্টার ফাইনাল ও সেমির ম্যাচ।