Rameshbabu Praggnanandhaa

বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে ভারতে এক নম্বর দাবাড়ু হিসেবে উঠে এলেন আর প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিন লিরেংকে হারিয়ে প্রথম স্থানে উঠে আসলেন তিনি।

বুধবার টাটা স্টীল চেস টুর্নামেন্টে লিরেংকে হারিয়ে প্রথম স্থানে আসেন তিনি। এই বিষয়ে প্রজ্ঞানন্দনধাকে (R Praggnanandhaa) জিজ্ঞাসা করা হলে তিনি জানান,"যে কোন দিন, আপনি যদি কোন শক্তিশালী খেলোয়াড়কে হারিয়ে দেন, এটা সবসময় স্পেশাল, কেননা তাদের হারানো সহজ নয়।ক্লাসিক্যাল চেসে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর অনূভূতি ভাল লাগে। "

প্রজ্ঞানন্দ যিনি ৫ বছর বয়স থেকে দাবা খেলা খেলা শুরু করেছেন বর্তমানে তিনি দেশের কনিষ্টতম এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্রান্ডমাষ্টার হন ১২ বছর বয়েসে ২০১৮ সালে।

অভিমন্যু মিশ্রা, সারগেই কারজাকিন, গুকেশ ডি এবং জাভোখির সিন্দারভের পর তিনিই কনিষ্টতম খেলোয়াড যিনি গ্রান্ডমাষ্টার হয়েছেন। তাংর বড় বোন আর বৈশালিও একজন গ্রান্ডমাষ্টার, যা কিনা বিশ্বের প্রথম ভাইবোন গ্রান্ডমাষ্টার হিসেবে পরিচিত।