Quinton de Kock

Quinton De Kock: অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা (South Africa)-র তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক (Quinton De Kock)। তারকা প্রোটিয়া এই উইকেটকিপার-ব্যাটার অক্টোবরে পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবেন। মাত্র ২৮ বছর বয়সে ২০২১ সালে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসরের নেন কুইন্টন ডি কক। গত বছর জুনে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হারের পর থেকে আর দেশের জার্সিতে খেলতে নামেননি তিনি। তবে এবার পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্য়াচে খেলবেন ডি'কক।

দেশের মাটিতে বিশ্বকাপ খেলায় চোখ ডিককের

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া হতে চলেছে পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। অবসর ভেঙে ফিরে এসে ডি কক এখন নিজের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে চাইছেন। এখন তাঁর বয়স ৩২। দেশের হয়ে ওয়ানডে-তে ১৫৫ ও ৯২টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন ডি কক। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।

ডি ককের কামব্য়াক

অক্টোবরে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর- ক্রীড়াসূচি, স্কোয়াড

প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর থেকে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তানে ২৮ অক্টোবর থেকে তিন ম্য়াচের টি-২০ সিরিজ, এবং সবশেষে ৪ নভেম্বর থেকে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবেন প্রোটিয়ারা। টেস্ট দুটি হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। টি-২০ সিরিজ লাহোর ও ওয়ানডে হবে ফৈয়সালাবাদে। ওয়ানডে ও টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন যথাক্রমে ডেভিড মিলার ও ম্য়াথু ব্রিতজকে। দেশকে কমাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব এনে দেওয়া তেম্বা বাভুমা চোটের কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না। বাবুমার পরিবর্তে পাকিস্তানে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বে দেবেন তারকা ওপেনার-ব্য়াটার আইডেন মার্করাম।

গত কয়েক বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরে এসেছে। গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার পর, চলতি বছর জুনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে আফ্রিকার দেশ।