Carlos Alcaraz regains the Queen’s title (Photo Credit: X@tntsports)

৩০ জুন থেকে শুরু হবে উইম্বলডন, তাঁর আগে প্রস্তুতি ভাল ভাবে সেরে রাখলেন কার্লোস আলকারাজ। রবিবার লন্ডনের কুইন্স ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শীর্ষ বাছাই স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি তিন সেটে হারান জিরি লেহেচকাকে। ফল ৭-৫, ৬-৭ (৫), ৬-২। এই নিয়ে মরসুমের পাঁচ নম্বর ট্রফি জিতলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। ট্যুর পর্যায়ে যা তার ২১তম এবং ২০২৩-এর পরে দ্বিতীয় কুইন্স ক্লাব খেতাব।

২০২৩ সালে একই এটিপি ৫০০ ইভেন্টে তার প্রথম গ্রাসকোর্ট শিরোপা জেতা বিশ্বের দ্বিতীয় নম্বর আলকারাজ এবং গত দু’বারের উইম্বলডন জয়ী এসডব্লিউ১৯-এ টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে নামছেন। যা তাঁর খেলোয়াড়জীবনে প্রথম। মায়ামিতে প্রথম রাউন্ডে দাভিদ গফাঁর কাছে হারের পর থেকে আলকারাসের জয়-হারের পরিসংখ্যান ২৭-১। এর মধ্যে জিতেছেন মন্টে-কার্লো, রোম, ফরাসি ওপেন ও কুইন্স ক্লাব।

 

ঘাসের উপর তার চতুর্থ শিরোপা অর্জনের সঙ্গে সঙ্গে ২২ বছর বয়সী আলকারাজ ওপেন যুগে স্প্যানিশ পুরুষদের মধ্যে সর্বাধিক শিরোপা অর্জনের জন্য রাফায়েল নাদাল এবং ফেলিসিয়ানো লোপেজের সাথে সমান স্থানে উঠে এল। ম্যাচে জয়ের পরে আলকারাজ বলেছেন, ‘‘এই প্রতিযোগিতা আমার কাছে বিশেষ একটা জায়গা জুড়ে রয়েছে। আরও এক বার ট্রফিটা জিততে পেরে দারুণ লাগছে। কোনও প্রত্যাশা নিয়ে এখানে নামিনি। ভাল টেনিস খেলাটা ও ঘাসের কোর্টের সঙ্গে মানিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল। আমি ভাগ্যবান এখানে আমার অনেক বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য রয়েছে। যাদের সামনে খেলতে স্বচ্ছন্দ বোধ করেছি।’’

চলতি বছরের ৩০ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে উইম্বলডন। এবার দেখার সেখানে তিনে তিন হয় কিনা তাঁর।