কানাডা ওপেন (Canada Open 2023) ব্যাডমিন্টনে বড় সাফল্য ভারতের তারকা শাটলার লক্ষ্য সেনের (Lakshya Sen)। বিশ্বের চার নম্বর শাটলার কেন্তা নিশিমোতোকে ২১-১৭, ২১-১৪৫ হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ্য। খেতাব জিততে হলে ২১ বছরের উত্তরাখণ্ডের তারকা শাটলারকে ফাইনালে হারাতে হবে অল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন লি শিং ফেংকে। কানাডায় অপ্রতিরোধ্য ফর্মে দেখাচ্ছে লক্ষ্যকে।
লক্ষ্যভেদের মাঝে পিভি সিন্ধুকে নিয়ে হতাশা। সেমিফাইনালে সিন্ধু হারলেন দুনিয়ার এক নম্বর শাটলার জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। সিন্ধুকে এদিন দাঁড়াতেই দিলেন না ইয়ামাগুচি। জাপানের বিশ্বসেরা তারকা সিন্ধুকে হারালেন ২১-১৪, ২১-১৫।
দেখুন টুইট
Amazing news to wake up to folks 🔥
Lakshya Sen storms into FINAL of Canada Open (BWF World Tour Super 500).
➡️ The 21 yr old beat 4th seed & WR 11 Kenta Nishimoto 21-17, 21-14.
➡️ He will take on reigning All England Champion Li Shi Feng in Final tonight. #CanadaOpen2023 pic.twitter.com/EbNBwlOdDZ
— India_AllSports (@India_AllSports) July 9, 2023
দেখুন টুইট
P.V Sindhu lost to World No. 1 Akane Yamaguchi 14-21, 15-21 in Semis of Canada Open (BWF World Tour Super 500).
➡️ This year, Sindhu has reached only one Final (in 10 tournaments) on the BWF World Tour; Spain Masters where she lost in Final. #CanadaOpen2023 pic.twitter.com/iksMaRFi3V
— India_AllSports (@India_AllSports) July 9, 2023
চলতি বছর সিন্ধু বিডব্লুএফ ট্যুরে কোনওএ খেতাব জিততে পারেননি। বছরের এখনও পর্যন্ত হওয়া দশটা টুর্নামেন্টের মধ্যে মাত্র একটার ফাইনালে (স্পেন মাস্টার্স) উঠে হেরেছেন জোড়া অলিম্পিক পদকজয়ী হায়দরাবাদের মহাতারকা শাটলার। আগামী বছর প্যারিস অলিম্পিকে সিন্ধু তাঁর প্রথম সোনা তথা তৃতীয় পদকের জন্য নামবেন। তার আগে তিনি একেবারেই ছন্দে নেই। চোটের পর ফিরে এসে সিন্ধু তাঁর সেই রিফ্ল্যাক্স হারিয়েছেন। যদিও ফিরে আসার সব ঝলক তার খেলায় মাঝেমাঝেই ধরা পড়ছে।