PV Sindhu. (Photo Credits: X)

PV Sindhu: দারুণ লড়েও শেষরক্ষা হল না। ব্য়াডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপের (World Badminton Championship 2025) কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি ওয়ার্দানি ( Putri Wardani)-র কাছে 14-21, 21-13, 16-21 হেরে বিদায় নিলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। প্যারিসে আয়োজিত এই কোয়ার্টার ফাইনাল ম্য়াচটা জিতলেই বিশ্ব ব্য়াডমিন্টনে তাঁর ষষ্ঠ পদকটা নিশ্চিত হয়ে যেত সিন্ধুর। কিন্তু প্রথম গেমে হেরে, অবিশ্বাস্য খেলে কামব্যাক করার পরও শেষরক্ষা হল না। ২০১৯ বিশ্ব ব্য়াডমিন্টনে সোনা জেতার পর, গত ৫বারের মতও এবারও পদকহীন থাকতে হল সিন্ধুকে। প্রসঙ্গত, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধুর ১টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ পদক রয়েছে।

শেষবার সিন্ধু বিশ্ব ব্য়াডমিন্টনে পদক জিতেছিলেন ২০১৯ সালে (সোনা)

বিশ্বের দুই নম্বর তথা চিনের তারকা শাটলার ওয়াং ঝি ইয়ে-কে ২১-১৯, ২১-১৫-তে হারিয়ে শেষ আটে উঠেছিলেন হায়দরাবাদের দুবারের অলিম্পিক পদকজয়ী শাটলার। সিন্দুর হারের সঙ্গে এবারের বিশ্ব ব্য়াডমিন্টনে সিঙ্গলসে ভারতের চ্য়ালেঞ্জ শেষ হল। এখন পদক জয়ের একমাত্র আশা পুরুষদের ডবলসে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির। স্য়াটচি জুটি এদিন সন্ধ্য়ায় কোয়ার্টার ফাইনালে নামছেন বিশ্বের দু নম্বর জুটি মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সো উই উইকির বিরুদ্ধে। এই ম্য়াচে জিতলেই এবারের বিশ্ব ব্য়াডমিন্টনে প্রথম পদক নিশ্চিত হবে ভারতের।

লড়ে হার সিন্ধুর

এবার পদক জয়ের শেষ আশা পুরুষদের ডবলসে স্য়াটচি জুটির কাছে

গত বছর প্য়ারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার এই জুটির কাছে হেরেই পদক জয়ের স্বপ্নভঙ্গে হয়েছিল সাত্ত্বিক-চিরাগের। এর আগে এদিন মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে হেরে পদক হাতছাড়া করেন ভারত ধ্রুব কাপিলা-তানিশা ক্রাস্তো জুটি।