হকি হল পঞ্জাবের খেলা। এমন একটা কথা সবার শোনা। হকিতে সিং-রাই কিং। সেটা নিয়ে কারও দ্বিধা নেই। এবার সেই পঞ্জাবেই সংবর্ধিত হল প্যারিস অলিম্পিক হকিতে (Paris Olympics 2024) ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দল (Indian Men's Hockey Team)। অধিনায়ক হরমনপ্রীত সিং, গোলকিপার পিআর শ্রীজেশ সহ ভারতীয় হকি দলের প্রত্যেক সদস্যদের হাতে ১ কোটি টাকার নগদ (চেক) পুরস্কার হাতে তুলে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। প্যারিসে পদকজয়ের পরই পঞ্জাব সরকার ঘোষণা করেছিল, ভারতীয় হকি দলের প্রত্যেককে ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হবে।
টোকিওর পর প্যারিস। টানা দুটো অলিম্পিকে পদক জেতা শ্রীজেশদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মান।
দেখুন ছবিতে
Pride of Punjab!
Hon'ble Chief Minister of Punjab Bhagwant Mann felicitated our hockey heroes for their bronze-winning performance at #Olympics2024, rewarding them for their hard work and dedication. 🏑#IndiaKaGame #HockeyIndia
.
.@CMO_Odisha @IndiaSports @Media_SAI… pic.twitter.com/vuaRcf0dOd
— Hockey India (@TheHockeyIndia) August 19, 2024
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন শ্রীজেশ-রা। এরপর দারুণ লড়াই করে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানদের বিরুদ্ধে ২-৩ গোলে হারে ভারতীয় হকি দল। এরপর ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারান হরমনপ্রীতরা।