
মুম্বই ইন্ডিয়ন্স-কে হারিয়ে আইপিএল ২০২৫-র পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানের মধ্যে থাকা নিশ্চিত করল পঞ্জাব কিংস (Punjab Kings)। সোমবার জয়পুরে মুম্বই প্রথমে ব্যাট করে তুলেছিল ৭ উইকেটে ১৮৪ রান। জবাবে ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব। লিগের শেষ ম্য়াচে প্রীতি জিন্টার দলের জয়ের নায়ক অজি উইকেটকিপার-ব্য়াটার জোশ ইংলিশ। তিনে নেমে জোশ ৪২ বলে ৭৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। দারুণ ব্যাটিং করলেন পঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আরিয়া (৩৫ বলে ৬২)-ও। ১৬ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনলেন শ্রেয়স আইয়ারের। শ্রেয়সের নেতৃত্বে এবারের আইপিএলে গ্রুপ পর্যায়ে পঞ্জাব জিতল ৯টি ম্যাচ, ড্র ১টি, ৪টি হার।
১৯ পয়েন্টে শেষ করল পঞ্জাব, মুম্বই ১৬পয়েন্টে চতুর্থ স্থানে
গতবার আইপিএলে শ্রেয়সের নেতৃত্বে কলকাতা লিগ পর্যায়ে ৯টি ম্য়াচে জিতে সবার প্রথমে শেষ করেছিল। এবার ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লিগের খেলা শেষ করল শ্রেয়স আইয়ারের পঞ্জাব। এখনও পঞ্জাব শীর্ষেই আছে। এর সুবাদে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা পাবেন শ্রেয়সরা। আগামী, ২৯ মে মুল্লানপুরে কোয়ালিফায়ার ওয়ানে শ্রেয়স আইয়ারদের প্রতিপক্ষ কে হন তা ঠিক হবে আগামিকাল, মঙ্গলবার লখনৌয়ে আরসিবি বনাম LSG-র মধ্য়ে ম্য়াচে। ১১ বছর পর আইপিএলের প্লে অফে খেলবে পঞ্জাব।
শ্রেয়সদের প্রীতি-শুভেচ্ছা
Shreyas Iyer wraps it up in style as #PunjabKings become the first team to seal one of the Top 2 spots in #IPLPlayoffs! 🤩
Will RCB be the second to do it? Find out tomorrow in the #TATAIPL!#Race2Top2 👉 #LSGvRCB | TUE, 27th MAY, 6:30 PM on Star Sports Network & JioHotstar pic.twitter.com/2aKaSp0PJq
— Star Sports (@StarSportsIndia) May 26, 2025
কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবের প্রতিপক্ষ কে
বিরাটরা মঙ্গলবার ঋষভ পন্থদের হারিয়ে দিলে বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ানে খেলবেন। আর বিরাটরা পন্থরদের কাছে হেরে গেলে বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবের প্রতিপক্ষ হবে শুভমন গিলের গুজরাট টাইটান্স। এদিন জয়পুরে হারায় কোয়ালিফায়ার টু-তে খেলবে লিগ তালিকায় চার নম্বরে শেষ করা মুম্বই ইন্ডিয়ন্স। কোয়ালিফায়ার টু-তে খেলা মানে প্লে অফে দুটি ম্যাচে জিতলে ফাইনালে উঠতে হবে, আর প্লে অফে একটাতে হারলেই বিদায়। তার মানে হার্দিক পান্ডিয়াদের কাছে এবার আইপিএলটা নক আউট হয়ে গেল। পঞ্জাব ১৯ পয়েন্ট, গুজরাট ১৮ পয়েন্ট ও মুম্বই ১৬ পয়েন্ট লিগ পর্যায়ের খেলা শেষ করল। এবারের আইপিএলের লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরু (১৩ ম্যাচে ১৭ পয়েন্ট) খেলবে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে।
প্লে অফের সূচি
কোয়ালিফায়ার ১, ২৯ মে (মুল্লানপুর, নিউ চণ্ডিগড়):
পঞ্জাব বনাম বেঙ্গালুরু/গুজরাট
এলিমিনেটর, ৩০ মে (মুল্লানপুর, নিউ চণ্ডিগড়)
বেঙ্গালুরু/গুজরাট বনাম মুম্বই
কোয়ালিফায়ার টু, ১ জুন (আমেদাবাদ)
কোয়ালিফায়ার ওয়ানের জয়ী বনাম এলিমিনেটর জয়ী
২০২৪ আইপিএল-
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা: শীর্ষস্থান। ২০ পয়েন্ট (৯টি জয়)
২০২৫ আইপিএলে
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পঞ্জাব: শীর্ষস্থান (সম্ভাব্য)। ১৯ পয়েন্ট (৯টি জয়)