আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রো কাবাডি লিগের নয়া মরসুম। ২০১৪ সালে ভারতে চালু হওয়া প্রো-কাবাডি লিগ আইপিএলের পর দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। আসলে ২০০৬ সালে এশিয়ান গেমসে কাবাডি প্রতিযোগিতার জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে ক্রিকেটের ন্যায় কাবাডিরও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। ২০১৪ সালে আটটি দল নিয়ে প্রো কাবাডি লিগ শুরু হলেও ২০১৯ সালে জনপ্রিয়তায় সংখ্যা দ্বিগুন হয়ে বারোটি দল হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে প্রো কবাডি লিগের মরসুমে ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনেরি পল্টনকে হারিয়ে পাটনা পাইরেটসের পর দ্বিতীয় দল হিসেবে একাধিকবার কাবাডি লিগ জিতেছে। শনিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া প্রো কাবাডি লিগের দশম মরসুমে ক্যারাভান ফর্ম্যাট অনুসরণ করা হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তেলুগু টাইটান্স ও গুজরাত জায়ান্টস। প্রো কাবাডি লিগ পিকেএল 2023 একটি অত্যন্ত প্রত্যাশিত টুর্নামেন্ট, জেনে নিন এর লাইভ স্ট্রিমিং-এর সব তথ্য। Shreyas Iyer Gifts Jersey To Max Verstappen: ফর্মুলা ১ তারকা ম্যাক্স ভার্স্টাপেনকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার শ্রেয়াস আইয়ারের (দেখুন ছবি)
Get ready for a 𝐁𝐋𝐎𝐂𝐊𝐁𝐔𝐒𝐓𝐄𝐑 opening 🔜🍿
Watch these 🌟🌟 in action as #PKLSeason10 starts 2nd December, 7:30 PM onwards, LIVE on the Star Sports Network & for free on @DisneyPlusHS mobile app 📺📲#ProKabaddi #HarSaansMeinKabaddi #Kabaddi #PKLSeason10 pic.twitter.com/HFr1vDRiYb— ProKabaddi (@ProKabaddi) November 27, 2023
প্রো কাবাডি লিগ ২০২৩ কবে শুরু হবে?
প্রো কবাডি লিগ শুরু হবে ২ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৭ঃ৩০টায়। দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার।
প্রো কাবাডি লিগ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচ খেলবেন কারা?
প্রো কবাডি লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে গুজরাত জায়ান্টস বনাম তেলুগু টাইটান্স এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে ইউ মুম্বা বনাম ইউপি ওয়ারিরাস।
প্রো কবাডি লিগ ২০২৩ কোথায় কোথায় আয়োজিত হবে?
২০২৩ সালে প্রো কবাডি লিগ আয়োজিত হবে দশটি শহরে। সেই স্টেডিয়াম গুলি হল-
- আহমেদাবাদ TransStadia এরিনা,
-শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়াম, বেঙ্গালুরু
-বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে ব্যাডমিন্টন হল, পুনে
-এসডিএটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম, চেন্নাই
-নয়ডা ইনডোর স্টেডিয়াম, নয়ডা
-NSCI ডোম, মুম্বই
-এসএমএস ইনডোর স্টেডিয়াম, জয়পুর
-গাছিবাউলি ইনডোর স্টেডিয়াম, হায়দরাবাদ
-পাটলিপুত্র ইনডোর স্টেডিয়াম, পাটনা
-ত্যাগরাজ ইনডোর স্টেডিয়াম, দিল্লি
প্রো কাবাডি লিগ ২০২৩-এর সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?
ভারতে প্রো কাবাডি লিগের দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির।
অনলাইনে কীভাবে দেখবেন প্রো কাবাডি লিগ ২০২৩-এর খেলা?
ডিজনি+ হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রো কাবাডি লিগ ২০২৩।