PKL Season 11

হায়দরাবাদ, ১৮ অক্টোবর: আজ, শুক্রবার থেকে হায়দারবাদে শুরু হচ্ছে 'প্রো কবাডি লিগ ২০২৪'(Pro Kabaddi League 2024)। উদ্বোধনী ম্যাচে মখোমুখি তেলেগু টাইটন্স বনাম বেঙ্গালুরু বুলস।  দিনের দ্বিতীয় ম্যাচে দাবাং দিল্লি খেলবে ইউ মাম্বা-র বিরুদ্ধে। এবার প্রো কবাডি লিগ ২০২৪-এর শুরু ১৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হবে হায়দরাবাদে।

এবরপর ১০ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত নয়ডার ইন্ডোর স্টেডিয়াম। তৃতীয় পর্ব হবে পুণেতে ৩ থেকে ২৪ ডিসেম্বর। আইপিএলের পর প্রো কবাডি লিগ ভারতে সবচেয়ে বেশী দর্শক টিভিতে দেখেন। লিগ পর্যায়ে মোট ১৩২ ম্যাচ। গতবার প্রো কবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল পুনেরি পাল্টন।

এবারের প্রো কবাডি লিগের দলগুলি হল-- বেঙ্গল ওয়ারিয়র্স, বেঙ্গালুরু বুলস, দাবাং দিল্লি কেসি, গুজরাট জায়েন্টস, হরিয়ানা স্টিলার্স, জয়পুর পিঙ্ক প্যান্থার্স, পটনা পাইরেটস, পুনেরি পল্টন, তামিল থালাইভাস, তেলেগু টাইটান্স, ইউ মুম্বা, ইউপি যোদ্ধাস।

প্রো কবাডি লিগ ২০২৪-র ক্রীড়াসূচী

আজ, শুক্রবার তেলেগু টাইটন্স বনাম বেঙ্গালুরু বুলস কবে, কোথায় আয়োজিত হবে

ম্যাচটি হায়দরাবাদে র গাছিবৌলি স্টেডিয়ামে হবে। ভারতীয় সময় রাত ৮টা থেকে।

টিভিতে কোথায় সরাসরি দেখানো হবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে।

অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে?

ডিজনি+হটস্টারে ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

তেলেগু টাইটান্স বনাম বেঙ্গালুরু বুলসের মুখোমুখি সাক্ষাতকার

২৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে বেঙ্গালুরু বুলস জিতেছে ১৬টি-তে,তেলগু টাইটান্স জিতেছে ৩টি-তে টাই হয় ৪টি ম্যাচ।