আগামী ৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (world Test Championship Final 2023)। মুখোমুখি রোহিত শর্মার ভারত বনাম প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল পাবে ১৩ কোটি ২৩ লক্ষ টাকা। আর রানার্স দল প্রাইজ মানি হিসেবে পাবে ৬ কোটি ৬১ লক্ষ টাকা। এমন কথাই জানাল আইসিসি। যেখানে আইপিএলের চ্যাম্পিয়ন দল পায় ২০ কোটি টাকা, আর রানার্সরা পায় ১৩ কোটি। আইপিএলের দেড় মাসের টুর্নামেন্ট, সেখানে প্রায় দু বছর ধরে চলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা।
২০২১ সালের ৪ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩-র খেলা শুরু হয়েছিল। মোট ৯টি দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলে।
পয়েন্টের ভিত্তিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া (১৫২ পয়েন্ট) ও ভারত (১২৭ পয়েন্ট)। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত ও নিউ জিল্যান্ড। চ্যাম্পিয়ন হয় কিউইরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-
ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিষাণ (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
অস্ট্রেলিয়ার স্কোয়াড-প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ- অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মারনাস লাবুশেন, অ্যালেক্স কেরি, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, নাথান লিয়ন , মিচেল মার্শ, টড মারফি, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড।