লক্ষ্য সেনের পর এবার প্রিয়াংশু রাজওয়াত। ভারতীয় ব্যাডমিন্টনে আরও বড় তারকা জন্ম হওয়ার পথে। শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ভারতের তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্তকে ২১-১৩, ২১-৮ উড়িয়ে দিলেন প্রিয়াংশু রাজওয়াত। মাত্র ৩০ মিনিটের মধ্যে শ্রীকান্তকে উড়িয়ে সেমিতে উঠলেন মধ্যপ্রদেশের ২১ বছরের প্রিয়াংশু।
শ্রীকান্তকে হারানোর পর ফাইনালে উঠতে হলে প্রিয়াংশুকে এবার হারাতে হবে আরেক স্বদেশীয় তারকা প্রণয় এইচএস-কে। তার মানে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সেমিফাইনালে এবার এক ভারতীয়র খেলা নিশ্চিত। এদিন কোয়ার্টার ফাইনালে প্রণয় ১৬-২১, ২১-১৭, ২১-১৪ হারান অলিম্পিক পদকজয়ী ইন্দোনেশিয়ার অ্যান্থনি গিনটিং-কে। আরও পড়ুন-শোয়েব মালিক এবং সানিয়া মির্জা কি বিবাহবিচ্ছেদ করতে চলেছেন? ইনস্টাগ্রাম বায়ো দেখে চিন্তায় নেটিজেনরা (দেখুন টুইট)
দেখুন টুইট
News Flash:
Priyanshu Rajawat blows away senior compatriot Kidambi Srikanth 21-13, 21- 8 to storm into Semis of Australian Open.
➡️ The match lasted just 30 mins! #AustralianOpen2023 pic.twitter.com/lpMG8ncUFg
— India_AllSports (@India_AllSports) August 4, 2023
গত বছর ভারতীয় পুরুষ দল প্রথমবার থমাস কাপে জিতে ইতিহাস গড়েছিল। সেই দলের সদস্য ছিলেন প্রিয়াংশু। চলতি বছর স্বপ্নের ফর্মে আছেন তিনি। চলতি বছর এপ্রিলে তার কেরিয়ারের প্রথম ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০'র খেতাব জিতেছিলেন প্রিয়াংশু।
তবে মহিলাদের সিঙ্গলসে খারাপ খবর। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু। খারাপ সময় কাটার ইঙ্গিত ছিল, কিন্তু কাটল না। আগামী ২১ অগাস্ট থেকে কোপেনহেগেনে শুরু হতে চলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আগে ফর্মে ফিরতে পারলেন না পিভি সিন্ধু (PV Sindhu)। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু।
সিডনিতে সেমিফাইনালে ওঠার ম্যাচে সিন্ধুকে স্ট্রেট গেমে হারালেন চতুর্থ বাছাই আমেরিকার বেওয়েন ঝাং। মাত্র ৩৯ মিনিটের এক তরফা ম্যাচে সিন্ধু হারলেন ১২-২১, ১৭-২১। চলতি বছর সাতটা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন সিন্ধু। তবে অস্ট্রেলিয়ায় তাঁর খেলা দেখে মনে হচ্ছিল ফর্মে ফিরছেন।