File picture of Manchester City vs Arsenal (Photo Credits: Getty Images)

লন্ডন, ১৬ জুন: প্রিমিয়ার লিগের ( Premier League 2021–2022)আসন্ন মরসুমের ক্রীড়াসূচি ঘোষিত হল। ১৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রিমিয়র লিগের নতুন মরসুম। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেতাব রক্ষায় নামছে ২০২১-২২ মরসুমের প্রিমিয়র লিগের প্রথম দিনে। গতবারের চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। তবে উদ্বোধনী ম্যাচে খেলবে আর্সেনাল- ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ড এবারের প্রিমিয়র লিগে নতুন দল। সেই দিন নামছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ম্যান ইউ খেলবে লিডসের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লি খেতাব জেতা চেলসি খেলবে লিডসের বিরুদ্ধে।