Pooja Singh. (Photo Credits :X)

এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Atheletics Championship 2025) ভারতীয় অ্য়াথলিটদের দুরন্ত পারফরম্য়ান্স অব্যাহত। দক্ষিণ কোরিয়ার গুমায় চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে শুক্রবার মহিলাদের হাইজাম্পে সোনা জিতলেন ভারতের ১৮ বছরের পূজা সিং (Pooja Singh)। এশিয়ান অ্যাথলেটিক্স ট্র্যাকে ভারত কখনই হাইজাম্পে তেমন বড় শক্তি নয়, কিন্তু সেই মিথ ভেঙে সোনা জিতলেন হরিয়ানার মেয়ে পূজা। নিজের ব্যক্তিগত সেরা ১.৮৯ মিটার লাফিয়ে সোনা জিতল পূজা। পূজার পাশাপাশি মহিলাদের হেপ্টাথলনে সোনা জিতলেন নন্দিনী আগাসারা (Nandini Agasara)।

গুলবীর সিং জোড়া সোনা জিতেছেন

চলতি এশিয়ান মিটে ভারতের এটি অষ্টম সোনা। এর আগে এদিন পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জেতেন গুলবীর সিং। গুলবীর এর আগে চলতি মিটে ১০ হাজার মিটেও সোনা জিতেছিলেন। চলতি গুমা এশিয়ান মিটে সব মিলিয়ে ভারতের ৮টি সোনা সহ মোট ১৮টি পদক জেতা হয়ে গেল।

পূজার সোনা

পদক তালিকায় ভারত দুই নম্বরে

পদক তালিকায় ভারত এখন চিনের (১৫টি সোনা সহ ২৫টি পদক) পিছনে দুই নম্বরে আছে। ৪টি সোনা পেয়ে জাপান পদক তালিকায় তিন নম্বরে। গতবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয়রা ৬টি সোনা জিতেছিলেন।