FIFA World Cup Final 2022: পোলিশ রেফারি সিমোন মারসিনিয়াক ফাইনালে মেসি-এমবাপেদের ম্যাচ পরিচালনায়
Polish referee Szymon Marciniak. (Photo Credits:Twitter)

আগামী রবিবার, ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে ব্রিগেডের কাপ জেতার চূড়ান্ত লড়াইয়ে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমোন মারসিনিয়াক। রবার্ট লেওয়ানডস্কির দেশের এই রেফারি চলতি বিশ্বকাপে গ্রুপ লিগে ফ্রান্স-ডেনমার্ক ও প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। মারসিনিয়াক যে দুটো ম্যাচে খেলিয়েছেন, দুটোতেই ফাইনালে খেলা দুই দল ২-১ গোলে জেতে।

চলতি বিশ্বকাপে বারবার রেফারিং মান নিয়ে প্রশ্ন উঠেছে। রেকর্ড সংখ্যক কার্ড সহ ভার-এর সাহায্য নিয়েও ভুল পেনাল্টি দেখানো। বারবার কাঠগড়ায় উঠেছেন রেফারিরা।

দেখুন টুইট

হাইপ্রোফাইল মেগা ফাইনালে তাই এমন একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হল যারা সিদ্ধান্ত সবচেয়ে নির্ভুল।

আরও পড়ুন-জুভেন্তাসকে হারালে বাস ভর্তি করে দেহব্যবসায়ী নিয়ে আসব, প্রতিশ্রুতি ক্লাব সভাপতির, দেখুন ভিডিয়ো

৪১ বছরের মারকিনাক এর আগে ২০১৮ উয়েফা সুপার কাপের ফাইনালে দক্ষতার সঙ্গে ম্য়াচ পরিচালনা করেছিলেন। গত বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্য়াচে তিনি রেফারিং করেন। প্রথমবার খেলা আইসল্যান্ডের কাছে সেই ম্যাচে আটকে গিয়েছিলেন লিওনেল মেসিরা। গত বিশ্বকাপে ২০১৮ রাশিয়ায় ফাইনালের ম্য়াচ পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি নেস্তর পিতানা।