Gautam Gambhir in KKR (Photo Credit: KKR/ X)

কলকাতা, ১০ মার্চ: আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2024)। ঠিক তার আগে দলে বড় বদল করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রায় (Jason Roy) ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গত আইপিএলে কিছু ম্যাচে ভাল ইনিংস খেলা রয়ের পরিবর্তে এবার ইংল্যান্ডের তারকা ওপেনার ফিল সল্ট (Phil Salt)-কে দলে নিল কেকেআর (KKR)।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওপেনার সল্ট বিস্ফোরক সব ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ১৯টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে সল্ট কেকেআর-এর পক্ষে খুব কার্যকরী হতে পারেন। ইংল্যান্ডের ক্রিকেটে তাঁকে জেসন রয়ের যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছে। কেকেআর-ও সল্টকে রয়ের যোগ্য উত্তরসূরি মনে করছে।

দেখুন খবরটি

আগামী ২৩ মার্চ ইডেন উদ্যানে সান রাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে শাহরুখ খানের দল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মেন্টর গৌতম গম্ভীরের অধীনে এবার আইপিএলে নামবে কলকাতা।